টিকাকরণে পুরুষের থেকে এগিয়ে মহিলা, নজির বাংলার
বাংলা-সহ দেশের আটটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে টিকা পাওয়ার ব্যাপারে পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে আছেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা, বিহার, অসম, কেরল, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি।
মন্ত্রকের হিসেব অনুযায়ী সোমবার সন্ধ্যা পর্যন্ত, বাংলায় ৪ কোটি ৯৭ লক্ষ ৩৬ হাজার ২০৪ জন পুরুষ টিকা পেয়েছেন। সেখানে মহিলাদের সংখ্যা হল ৫ কোটি ৭ লক্ষ ৬৯ হাজার ৫৩৩। তামিলনাড়ুতে ৩ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার ২২২ জন পুরুষ টিকা পেলেও মহিলারা ভালোমতোই টপকে গিয়েছেন পুরুষদের। ৪ কোটি ১০ লক্ষ ৯৮ হাজার ৬৩৩ জন মহিলা ইতিমধ্যেই সেখানে কোভিড টিকা পেয়েছেন।
প্রতিবেশী তিন রাজ্য বিহার, ওড়িশা এবং অসমেও মহিলারা এগিয়ে। বিহারে ৪ কোটি ৫৯ লক্ষ ৮৬ হাজার ১৪১ জন পুরুষ টিকা পেয়েছেন। সেখানে মহিলাদের সংখ্যা ৪ কোটি ৭৭ লক্ষ ৮৫ হাজার ৫৬৬। ওড়িশায় টিকা পাওয়া মহিলা এবং পুরুষের সংখ্যা যথাক্রমে ২ কোটি ৩৫ লক্ষ ৫৫ হাজার ১৫৫ এবং ২ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৮৪৮। সেখানে অসমে এই দুই পরিসংখ্যান যথাক্রমে ১ কোটি ৭৯ লক্ষ ৪৫ হাজার ৩৩১ (মহিলা) এবং ১ কোটি ৮৩ লক্ষ ৬ হাজার ২৩ (পুরুষ)। এছাড়া ছত্রিশগড়েও পুরুষদের তুলনায় ২ লক্ষাধিক মহিলা কোভিড টিকা বেশি পেয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মহিলারা অন্তত ৫০ হাজারের বেশি সংখ্যায় পুরুষদের তুলনায় এগিয়ে আছেন।
তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ—এই তিন দক্ষিণী রাজ্যে কোভিড টিকা পাওয়া মহিলাদের পরিসংখ্যানও গর্ব করার মতো। কেরলে পুরুষদের মধ্যে কোভিড টিকা পেয়েছেন ২ কোটি ১৯ লক্ষ ৬৩ হাজার ২ জন। সেখানে মহিলাদের মধ্যে সেই সংখ্যাটি ২ কোটি ৪০ লক্ষ ১৫ হাজার ৭৮২। একইভাবে অন্ধ্রপ্রদেশে ৩ কোটি ১৩ লক্ষের কিছু বেশি পুরুষ টিকা পেলেও মহিলারা এগিয়ে আছেন অনেকটাই। ৩ কোটি ৪৮ লক্ষের বেশি মহিলা পেয়েছেন করোনার টিকা। তামিলনাড়ুতে ৩ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার ২২২ জন পুরুষ পেয়েছেন কোভিড টিকা। সেখানে ২৫ লক্ষ বেশি মহিলা পেয়েছেন করোনার টিকা।