রাজ্য বিভাগে ফিরে যান

প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুল খুলছে না জানুয়ারিতে

December 22, 2021 | < 1 min read

স্কুলের মিড ডে মিলের সামগ্রী অভিভাবকদের বিলি করার অর্ডার হয়েছিল আগেই। ইঙ্গিত মিলেছিল, আগের পরিকল্পনা থেকে সরে আসছে শিক্ষাদপ্তর—প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুল খুলছে না জানুয়ারিতে। তারই স্পষ্ট উল্লেখ মিলল সোমবার পুস্তক সপ্তাহ পালন নিয়ে বিকাশ ভবনের অর্ডারে। বলা হল, জানুয়ারিতে যেহেতু অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধই থাকছে, তাই ৭ জানুয়ারির মধ্যে ওই সব ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে হবে। এর জন্য স্থানীয় প্রশাসন এবং শিক্ষক সংগঠনগুলির সাহায্য নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাদপ্তরের আধিকারিকদের মতে, হঠাৎ বিশ্বজুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্তে স্কুল খোলা নিয়ে ধীরে চলো নীতিতে এগতে চাইছে সরকার। তার উপর উঁচু ক্লাসেই পড়ুয়াদের হাজিরার ছবি আশাব্যঞ্জক নয়। তাই এখন নিচু ক্লাসের জন্য স্কুল খুললে আদৌ কতজন আসবে, তাও ভাবতে হচ্ছে দপ্তরকে। স্কুল খোলার জন্য বিভিন্ন স্তরের প্রস্তুতি নিয়েও তাই পিছু হটতে হয়েছে। যদিও শিক্ষক সংগঠনগুলি এখনও দ্রুত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের স্কুল খোলার দাবিতে অনড়। অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর শনি ও রবি দু’দিনব্যাপী রাজ্য সম্মেলনের মূল আলোচ্যই ছিল নিচু ক্লাস খোলার দাবি। অন্যদিকে, বিভিন্ন জেলায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যদিও জেলা প্রশাসনের দাবি, ভর্তি, বই বিলি সংক্রান্ত কাজের জন্যই এই নির্দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #students, #Omicron, #School

আরো দেখুন