দেশ বিভাগে ফিরে যান

হ্যাক হয়েছে সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী

December 22, 2021 | < 1 min read

সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনই অভিযোগ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিযাঙ্কা গান্ধী। এর প্রেক্ষিতে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে জানান যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগের বিষয়টি বিবেচনা করছে সরকার।

উল্লেখ্য, অখিলেশ যাদব এর আগে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদদের ফোন ট্যাপের অভিযোগ করেছিলেন। সেই প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রশ্ন করা হলে কংগ্রেস নেত্রী বলেন, ‘ফোন ট্যাপিং ভুলে যান, আমার সন্তানেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সরকারের কি আরও কোনও কিছু করার নেই?’ প্রসঙ্গত, এর আগে অখিলেশের অভিযোগ ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে৷ অখিলেশের দাবি ছিল যে যোগীর নির্দেশেই তাঁর ফোন ট্যাপ করা হয়৷ রোজ সন্ধ্যায় সেগুলি শোনেন যোগী আদিত্যনাথ৷

এর আগে রবিবার আয়কর বিভাগ সমাজবাদী পার্টির কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায়। অখিলেশ যাদবের মতে, নির্বাচনের আগে এই ধরনের আয়কর হানা প্রত্যাশিত ছিল। লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছিলেন, ‘আমাদের সমস্ত ফোন ট্যাপ করা হচ্ছে। এর মধ্যে সমাজবাদী পার্টির অফিস এবং আমাদের সাথে যুক্ত ব্যক্তিদের কলও রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সন্ধ্যায় সেই সব রেকর্ডিং শোনেন। এটি আমাদের অকেজো সরকার। আমি আপনাদের সবাইকে সতর্ক করে দিতে চাই যে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমাদের কথোপকথনের রেকর্ডিংও শোনা হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #priyanka gandhi vadra, #Modi Government

আরো দেখুন