অস্কারের মঞ্চে ভারতের একমাত্র আশা রিন্টু-সুস্মিত
উচ্ছ্বসিত পরিচালক রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ। হবেন নাই বা কেন, তাঁদের তথ্যচিত্র ‘রাইটিং উইদ ফায়ার’ ৯৪তম অস্কার পুরস্কারে তথ্যচিত্র বিভাগে আরও একধাপ এগিয়ে গিয়েছে। নিঃসন্দেহে গোটা দেশের কাছে এ এক গর্বের মুহূর্ত। এই তথ্যচিত্রের মাধ্যমেই দুই পরিচালক ডেব্যু করেছেন। ঘটনাচক্রে তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। দলিত মহিলা দ্বারা পরিচালিত দেশের একমাত্র খবরের কাগজ ‘খবর লহরিয়া’ এই তথ্যচিত্রের বিষয়। টুইট করে রিন্টু তাঁর আনন্দের কথা প্রকাশ করেছেন। প্রথম ধাপে ছিল ১৩০টি ছবি। সেখান থেকে পরবর্তী ধাপে মোট ১৫টি তথ্যচিত্র উঠে এসেছে। সেখানেই জায়গা করে নিয়েছে রিন্টু ও সুস্মিতের ছবি। একদল দলিত মহিলা এই খবরের কাগজে কাজ করেন। তাঁদের চিফ রিপোর্টার মীরা। হাতে মোবাইল ফোন নিয়ে তাঁরা স্থানীয় পুলিসের অযোগ্যতা তুলে ধরেছেন। বর্ণ ও লিঙ্গ বৈষম্যের শিকার হওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। এদিকে, ভারত থেকে মনোনীত পি এস বিনোথরাজ পরিচালিত তামিল ছবি ‘কুলাঙ্গাল’ (পেবেলস) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ থেকে ছিটকে গিয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে অস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।