কলকাতা বিভাগে ফিরে যান

১৬টি বরো কমিটির মধ্যে ৯টিতেই মহিলা প্রধান, নারীশক্তিকেই গুরুত্ব মমতার

December 23, 2021 | 2 min read

নারী ক্ষমতায়নে আবারও জোর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ১৫টি বোরোর ৯টির দায়িত্বে এবার এলেন মহিলারা। উল্লেখ্য, এবার পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় প্রায় ৪২% মহিলা ছিলেন। এবার পুরসভার চেয়ারপার্সন করা হলো মালা রায়কে।

আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৩৪ জন কাউন্সিলরকেই আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। অনেকের কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে।”

আজ বৈঠকে কী বললেন মমতা, দেখে নিন :

  • এত শান্তিপূর্ণ নির্বাচন ভারতবর্ষে এর আগে কখনও হয়নি। ৪২%-এর বেশি মহিলা প্রার্থী, তার মধ্যে মাত্র ১ জন হেরেছেন। নির্দল প্রার্থী নয়, আমার হেরে যাওয়া কর্মীদের পাশেই থাকব
  • রাস্তা দিয়ে যখন যাবেন, তাকিয়ে যাবেন। কলকাতার রাস্তার দিকে নজর দিন। অনেক আশা করে আপনাদের টিকিট দেওয়া হয়েছে
  • রাস্তা দিয়ে যখন যাবেন এপাশ ওপাশ তাকিয়ে যাবেন। কোথায় লাইট খারাপ, কোথায় রাস্তার মেরামতি প্রয়োজন, আপনাদেরই দেখতে হবে
  • সবাইকে জায়গা দিতে পারব না। তাঁদের বিভিন্ন কর্পোরেশনে জায়গা দিয়ে দায়িত্ব দিয়ে কাজ করাতে হবে। যারা জেতেননি তাঁদেরও পুরসভার কাজে লাগাতে হবে। যারা নির্দল হিসেবে জিতেছেন, তাঁদের এখনই দলে নিতে চাইছি না
  • ১ জানুয়ারি থেকে ফের শুরু দুয়ারে সরকার, গাদাগাদা লোক নিয়ে আসবেন না। যার প্রয়োজন তাঁকেই দেবেন
  • আজ থেকেই এলাকায় কাজ শুরু করুন
  • ৫ বছর সময় হাতে আছে ভেবে বসে থাকবেন না। ৬ মাস অন্তর অন্তর রিভিউ মিটিং করব, রিপোর্ট কার্ড চাইব। কাজ না করলে ব্যবস্থা নেব
  • তৃণমূলে অহংকারের জায়গা নেই। ৪০ জন কাউন্সিলরকে কাজ শিখতে হবে। প্রত্যেক ৬ মাস অন্তর কাজের রিভিউ হবে। কাজ না হলেই ব্যবস্থা নেওয়া হবে। কথা কম, কাজ বেশি। এটা বিজেপি, সিপিএমের অভ্যাস
  • সংখ্যালঘু অঞ্চলে জায়গা কম থাকার জন্য কাজ করতেই পারি না। সংখ্যালঘু কাউন্সিলরদের বলব, বসে দেখুন কীভাবে উন্নয়ন করা যায়। বস্তিতে আরও শৌচালয় করতে হবে
  • পুজা, বসুন্ধরা জিতে এসেছে। ওরা চাকরি ছেড়ে দিয়ে পার্টিতে কাজ করতে এসেছে। আমি খুব খুশি। কাজের প্রতিযোগিতা হোক
  • আমি চাই কলকাতা বেস্ট অব দ্য বেস্ট হোক, সেদিন আমাদের কাজ ফুরোবে

বোরো কমিটিগুলোর দায়িত্বে এলেন যারা:
১) তরুণ সাহা
২) শুক্লা ভোড়
৩) অনিন্দ কিশোর রাউত
৪) সাধনা বোস
৫) রেহানা খাতুন
৬) সানা আহমেদ
৭) সুস্মিতা ভট্টাচার্য
৮) চৈতলী চ্যাটার্জী
৯) দেবলীনা বিশ্বাস
১০) জুঁই বিশ্বাস
১১) তারকেশ্বর চক্রবর্তী
১২) সুশান্ত ঘোষ
১৩) রত্না সুর
১৪) সংহিতা দাস
১৫) রঞ্জিত শীল
১৬) সুদীপ পোলে

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #Mamata Banejree

আরো দেখুন