কলকাতার মেয়র ফিরহাদই, ডেপুটি মেয়র অতীন
প্রত্যাশা মতই কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ। চেয়ারপার্সন মনোনীত হলেন মালা রায়। ১৬টি বরো কমিটির মধ্যে ৯টিতেই মহিলা প্রধান, নারীশক্তিকেই গুরুত্ব মমতার। মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের নবনির্বাচিত সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলীয় আলোচনায় তাঁর নামই উঠে আসে। দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন। সকলের সমর্থন আছে কি না জানতে চান। একই প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকলেই সমর্থন জানান। এরপরই আনুষ্ঠানিক সিলমোহর পড়ে ফিরহাদ হাকিমের মেয়র পদে।
কলকাতা পুরসভার চেয়ারম্যান হিসাবে মালা রায়ের নাম প্রস্তাব করেন সুব্রত বক্সী। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। ১৩ জন মেয়র পরিষদের সদস্য হলেন। নাম রয়েছে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, স্বপন সমাদ্দারের।