দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

পুরুলিয়ার জলবিদ্যুৎ প্রকল্পে ছাড় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

December 23, 2021 | < 1 min read

পুরুলিয়ার জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। পুরুলিয়ার টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর দাবি ছিল, জলবিদ্যুৎ প্রকল্প করলে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। মামলাকারী আবেদন গ্রাহ্য করে একক বেঞ্চ ওই প্রকল্প খারিজের নির্দেশ দেয়।

একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিল, এই প্রকল্প হলে বহু আদিবাসীর কর্মসংস্থান হবে। জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া যাবে। এর জন্য যে সমস্ত গাছ কাটা যাবে, পরে বিকল্প জায়গা নতুন করে গাছ লাগাতে হবে।

২০১৯ সালে ওই অয্যোধ্যা পাহারের মাথায় প্রস্তাবিত ওই প্রকল্পের বিরোধিতা করে আন্দোলনে নামে আদিবাসীদের বিভিন্ন সংগঠন। তাঁদের দাবি ছিল, কোনও গাছ কাটা যাবে না। জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে স্থানীয়রা স্মারকলিপি দেন বিরোধিতা করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে এতদিনে টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন মিলল কলকাতা হাইকোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Purulia hydroelectric project

আরো দেখুন