দেশ বিভাগে ফিরে যান

‘ধর্ম সংসদের’ নামে মুসলমান নিধনের ডাক! মামলা করলেন তৃণমূল নেতা

December 24, 2021 | < 1 min read

ধর্মের নামে হিংসা ছড়ানোর আসর বসেছিল উত্তরাখণ্ডের হরিদ্বারে। ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলা এই ‘ধর্ম সংসদের’ বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা তথা আর টি আই (RTI) আন্দোলন কর্মী সাকেত গোখলে। ধর্ম সংসদের আয়োজক ও বক্তাদের বিরুদ্ধে এফ আই আর(FIR) করলেন সাকেত। 

নানা রকম ধর্মীয় হিংসা ও বিদ্বেষ ছড়ানোর ওই আখড়া থেকে মুসলমানদের নির্মূল করার ডাক দিয়েছেন বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতা-নেত্রীরা। ধর্ম সংসদের নেতা-আয়োজক-বক্তাদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের প্রত্যেকের সঙ্গেই বিজেপির প্রথম সারির নেতাদের নিয়মিত দেখা যায়। নরসিংহানন্দ গিরি এবং প্রবোধানন্দ গিরি এই ধর্ম সংসদের আয়োজন করেছিলেন, তারা দুজনেই বিজেপির অতি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতা। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় এবং বিজেপি মহিলা মোর্চার নেত্রী উদিতা ত্যাগী এই “ধর্ম সংসদে” অংশগ্রহণও করেছিলেন।

সাকেত বলেন, “সরাসরি মুসলমান হত্যার আহ্বান জানানোর পরেও ধর্ম সংসদের বক্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ-প্রশাসন।” 
এফ আই আর কপি পোস্ট করে,  তিনি লেখেন, “১৭-২০ ডিসেম্বর পর্যন্ত বেদ নিকেতন ধামে চলা #হরিদ্বারহেটঅ্যাসেম্বলির আয়োজক ও বক্তাদের বিরুদ্ধে আমি হরিদ্বারের জওলাপুর থানায় এফ আই আর করেছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও অভিযোগ করা হবে।”

ওই ধর্ম সংসদে বক্তারা বিভিন্ন উত্তেজনাময় ও প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন। এমন কী অস্ত্র তুলে নিয়ে সংখ্যালঘু নিধনের জন্য গণহত্যার আহ্বানও জানিয়েছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুন করার হুমকিও দেওয়া হয়েছে সেখান থেকে, প্রতিটি বিষয়ের উল্লেখ রয়েছে এফ আই আর-এ। সেই সঙ্গে বক্তব্যের কিছু ভিডিও লিঙ্কও অভিযোগ পত্রের সঙ্গে জুড়ে দিয়েছেন সাকেত। ইন্ডিয়ান পেনাল কোডের ১৫৩এ এবং ২৯৫এ ধারায় অভিযোগ করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, পুলিশ তরফে জানানো হয়েছে তারা পরিস্থিতির অনুধাবন করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Saket Gokhale

আরো দেখুন