রাজ্য বিভাগে ফিরে যান

ফের লোকায়ুক্ত নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

December 24, 2021 | < 1 min read

রাজ্যে ফের লোকায়ুক্ত নিযুক্ত হতে চলেছে।  আইন অনুসারে যে কমিটি এই নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয় তার বৈঠক ডাকা হয়েছে আগামী সোমবার। কমিটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন তাঁদের নিজস্ব পদাধিকারবলে। ওইদিন দুপুরে বিধানসভা ভবনে অধ্যক্ষের অফিসে এই বৈঠক হওয়ার কথা। কয়েক বছর এই পদটি শূন্য পড়ে রয়েছে। রাজ্যের রাজনৈতিক মন্ত্রী-বিধায়কদের দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রাপ্ত নির্দিষ্ট অভিযোগ নিয়ে তদন্ত করার দায়িত্বে থাকেন এই লোকায়ুক্ত। সাধারণত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদেরই এই পদে নিয়োগ করা হয়। তৃতীয়বার ক্ষমতায় ফিরে লোকায়ুক্ত নিয়োগকে মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে সোমবারের বৈঠকে বিরোধী দলনেতার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, তিনি লোকায়ুক্ত পদে নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের কাছে কাদের নামের প্যানেল রয়েছে তার তথ্য তাঁকে আগাম পাঠাতে বলেছেন নবান্নকে। সেই তথ্য নবান্ন তাঁকে আগাম না পাঠালে ওই বৈঠকে তাঁর যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, এর আগে তথ্য কমিশনার পদে নবীন প্রকাশ ও বীরেন্দ্রর নিয়োগের বৈঠকের ক্ষেত্রেও একই কারণ দেখিয়ে অনুরূপ অবস্থান নিয়েছিলেন তিনি। তবে কমিটি সুপারিশ করলেও এই দু’জনের নিয়োগে এখনও সম্মতি দেননি রাজ্যপাল জগদীপ ধনকার। লোকায়ুক্তের ক্ষেত্রেও তেমন হয় কিছু হয় কি না, তার দিকে তাকিয়ে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #lokayukta

আরো দেখুন