উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্স চালু করতে উদ্যোগ

December 24, 2021 | < 1 min read

ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্স চালু করতে  উদ্যোগী হল দার্জিলিং জেলা প্রশাসন। বৃহস্পতিবার তারা এ ব্যাপারে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে। পরে প্রশাসনের আধিকারিকরা বলেন, রাজ্য সরকার পর্যটন দপ্তর ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্স চালু করছে। এতে আগ্রহী ছেলেমেয়েরা অংশ নিতে পারবেন। পাশাপাশি, দীর্ঘদিন ধরে গাইডের পেশায় যুক্ত ব্যক্তিদের স্কিল ডেভলমপেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে।

অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বহ্নিশিখা দেব বলেন, বিনামূল্যে পর্যটন দপ্তর এই কোর্স করাচ্ছে। এই কোর্সে নতুন ছেলেমেয়েদের চার সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। পুরনো গাইডদের ট্রেনিং দেওয়া হবে ১৫ দিনের। এছাড়াও এই প্রকল্পে আরও কিছু কোর্স রয়েছে। সেসব বিষয়ে এসডিও, বিডিও সহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হোটেল, পরিবহণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মিটিং করা হয়েছে।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling

আরো দেখুন