রাজ্য বিভাগে ফিরে যান

সরস মেলার উদ্বোধনে সুব্রতকে শ্রদ্ধাজ্ঞাপন

December 24, 2021 | < 1 min read

শরীর বিলীন হলেও তিনি রয়ে গেলেন মননে ও যাপনে। পঞ্চায়েত দপ্তরের পূর্বতন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ছবি সামনে রেখেই বৃহস্পতিবার উদ্বোধন হল ১৭-তম কলকাতা সরস মেলা। বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রাক্তন সহকর্মীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে  বক্তৃতা শুরু করেন। দপ্তরের বর্তমান মন্ত্রী পুলক রায়ও একইভাবে  সুব্রতবাবুকে স্মরণ করে মেলার সূচনা করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সাংগঠনিক সভায় সুব্রতবাবুর স্মৃতিচারণা করেন। তিনি বলেন, আজকের দিনে সুব্রতদাকে খুব মিস করছি। তিনি যখন মেয়র হয়েছিলেন, তখন কাউন্সিলারদের রক্ষা করতে আমি ও সুব্রতদা পাহারাদার হয়েছিলাম। তাঁদের যাতে ছিনিয়ে নিয়ে যেতে না পারে, তার জন্য নিজাম প্যালেসে রেখেছিলাম। সুব্রতদার চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি।

এদিন দুপুরে নিউটাউন মেলা গ্রাউন্ডে ১৭-তম সরস মেলা শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই মেলার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী পুলক রায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু, শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। দপ্তরের তরফে জানানো হয়েছে, ৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নিউটাউন মেলা গ্রাউন্ডে এসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন শহরবাসী। মন্ত্রী পুলক রায় উদ্বোধনী মঞ্চ থেকে জানিয়েছেন, ১৫ জানুয়ারির মধ্যে ২২টি জেলাতেই সরস মেলার আয়োজন করা হবে। কলকাতায় অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেছে রাজ্যের ২২টি জেলা ও দেশের ২১টি  রাজ্য। হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য ২৫৬টি স্টল, ২০টি কিয়স্ক রয়েছে। খাওয়াদাওয়ার সুব্যবস্থা রেখেছে মেলা কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Subrata Mukherjee, #Saras Mela

আরো দেখুন