রাজ্য বিভাগে ফিরে যান

ফের ধাক্কা পদ্ম শিবিরে, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার পাঁচজন বিধায়ক

December 26, 2021 | < 1 min read

বাঁকুড়ার (Bankura) দুই সাংগঠনিক জেলার সভাপতির পদে নাম ঘোষনার কয়েক ঘণ্টার মধ্যেই দলের হোয়াটস অ্যাপ (Whatsapp) গ্রুপ ছাড়লেন পাঁচজন বিধায়ক! দলীয় বিধায়কদের এহেন বিদ্রোহে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে বাঁকুড়ার পদ্মফুল শিবিরে। যদিও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ বিজেপির বিদ্রোহী বিধায়করা।

ঘটনার সূত্রপাত শনিবার। ওইদিন গভীররাতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চার বিধায়ক নির্মল ধাড়া, দিবাকর ঘরামি, হরকালী পতিহার, অমরনাথ শাখা এবং বাঁকুড়া সাংগঠনিক জেলার একমাত্র বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। যা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউ। নীলাদ্রি শেখর দানার কথায়, “এবিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলা যাবে না। বিষয়টা সম্পূর্ণ দলের অন্দরের।”

পাঁচ বিজেপি বিধায়কের আচমকা দলের হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে প্রাথমিকভাবে দলের রদবদলের জেরে ক্ষোভ-বিক্ষোভের খবর শোনা গেলেও কেউ এদিনে প্রকাশ্যে কিছু জনাননি। ফলে ঠিক কেন ওই বিজেপি বিধায়করা গ্রুপ ছাড়লেন, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত শনিবারই বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার দুই নতুন মুখকে সভাপতি করার পরই বিজেপির অন্দরের ক্ষোভ চরমে উঠেছে। এক বছরের মধ্যে জেলা সভাপতির পদ থেকে বিষ্ণপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তিকে অপসারিত করার ফলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন সুজিত বাবুর অনুগামীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Whatsapp, #bjp, #politics

আরো দেখুন