বছরভর দর্শকের মনে রাজ করছে বাংলা ধারাবাহিক ‘ মিঠাই ‘
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের এক নম্বর সিরিয়াল মিঠাই, সেই নিয়ে দ্বিমতের কোনও জায়গাই নেই। টিআরপি তালিকায় মিঠাই রানির আসন টলাবে এমন সাধ্যি কার! রাত আটটা বাজলেই এখন বাঙালির ড্রয়িং রুমের বোকাবাক্সটিতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ‘তুফান মেল’। চলতি বছরের শুরুতেই জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘মিঠাই’। লিড রোলে সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায়। এর আগে ছোটপর্দায় বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন সৌমিতৃষা, তবে মিঠাই তাঁর কেরিয়ারের একটা মোড় ঘোরানো মাইলফলক। অন্যদিকে এই সিরিয়ালের সঙ্গেই ছোটপর্দায় পা রেখেছেন ‘নুরজাহান’, ‘প্রেম আমার ২’-এর মতো ছবির নায়ক আদৃত রায়।
বছরের শেষ সপ্তাহেও টিআরপি তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছে ‘মিঠাই’, যার জেরে একটানা ৩৮ সপ্তাহ প্রথম স্থান ধরে রেখেছে জি বাংলার এই ধারাবাহিক। এই লম্বা সময় ধরে মিঠাই-এর ধারে কাছেও আসেনি অন্য কোনও সিরিয়াল, সে এক্কেবারে অদ্বিতীয়।
জনাইয়ের মনোহরা বিক্রেতা মেয়ে মিঠাইয়ের মোদক বাড়ির বউ হয়ে ওঠা, এবং তারপর বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস না রাখা স্বামীর সঙ্গে সংসারের গল্প উঠে এসেছে এই সিরিয়ালে। মিঠাইয়ের সারল্য কেমনভাবে মন পালটেছে সিদ্ধার্থর তাও ইতিমধ্যেই দেখেছে দর্শক। নতুন বছরে আরও নতুন চমক থাকে এই সিরিয়ালের ঝুলিতে, শোনা যাচ্ছে এবার পরস্পরকে ভালোবাসার কথাও নাকি বলে দেবে তাঁরা।
গত বছরের শেষের দিকে পথচলা শুরু হয়েছিল ‘অপরাজিতা অপু’র। স্বাধীনচেতা মেয়ে অপুর স্বপ্ন বিডিও হওয়ার, অথচ ঘটনাচক্রে তাঁর বিয়ে হয় রক্ষণশীল পরিবারে। তবুও নিজের অদম্য জেদ আর সাহস নিয়ে লক্ষ্যপূরণের পথে এগিয়ে যায় অপু। ইতিমধ্যেই সে বিডিও পদে যোগ দিয়েছে। টিআরপি তালিকায় বরাবরই প্রথমদিকেই থেকেছে এই সিরিয়াল। বছরভর সেরা পাঁচে জায়গা করে নিয়েছে অপু-দীপুর জুটি। নতুন বছরে এই কাহিনিতে নতুন টুইস্টের দিকে তাকিয়ে দর্শক।
একটা সময় স্টার জলসার তরফে টানা টিআরপি টপার থেকেছে ‘খড়কুটো’। গুনগুন-সৌজন্যর দাম্পত্য জীবনের নানান মুহূর্ত, মুখোপাধ্যায় পরিবারের হাসি-ঠাট্টা বাঙালির ড্রয়িং রুমকে আলোকিত করেছে। তবে গত কয়েক মাসে ছন্দ হারিয়েছে ‘খড়কুটো’। গুনগুন-সৌজন্যর (তৃণা-কৌশিক) মাঝখানে তিন্নিক অযাচিত এন্ট্রি মোটে পছন্দ নয় তাঁদের। টিআরপি তালিকাতেও তাঁর স্পষ্ট প্রতিফলন। গত কয়েক সপ্তাহ তো সেরা দশেও জায়গা হয়নি এই সিরিয়ালের। নতুন বছরে কতটা বদলাবে গল্পের ট্র্যাক? সেটা দেখবার বিষয়