এবার রেল স্টেশনের ওয়েটিং রুম ব্যবহারের চার্জ গুনতে হবে শিশুদেরও
এবার রেল স্টেশনের ওয়েটিং রুম ব্যবহারের চার্জ গুনতে হবে শিশুদের জন্যও। পশ্চিমবঙ্গে এই প্রথম বর্ধমান স্টেশন থেকে শিশু যাত্রীদের মাথা পিছু ঘণ্টা প্রতি ৫ টাকা করে ভাড়া আদায় শুরু হবে। সম্প্রতি বর্ধমান স্টেশনের পুরনো ওয়েটিং রুম বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। চুক্তিপত্র অনুযায়ী, ওই সংস্থা অত্যাধুনিক পরিষেবাযুক্ত ঝাঁ-চকচকে নয়া ওয়েটিং রুম তৈরি করবে। আর তার পরিচালনা ও যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে তাদেরই উপর।
সেই সূত্রে নতুন ওয়েটিং রুমে প্রাপ্তবয়স্কদের জন্য ঘণ্টায় ১০ টাকা এবং বাচ্চাদের জন্য ৫ টাকা চার্জ আদায় করা হবে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে হাওড়া ডিভিশন। সেখানে প্রথম পাঁচ বছর রাজস্ব বাবদ ৮৬.৪৩ লক্ষ ও পরের পাঁচ বছরে ১ কোটি ২৭ লক্ষ টাকা পাবে রেল। এতদিন বর্ধমানের এই ওয়েটিং রুম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রেলেরই হাতে। যাত্রীরা বিনা পয়সায় ওয়েটিং রুম ব্যবহার করতে পারতেন। সাড়ে তিন হাজার বর্গফুটের ওই ওয়েটিং রুম বেসরকারি হাতে চলে যাওয়ায় আগামী দিনে পয়সা দিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে যাত্রীদের।