মিশনারিজ অব চ্যারিটিজের অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনা চেপে দিচ্ছে কেন্দ্র, সোচ্চার ডেরেক
‘মিশনারিজ অফ চ্যারিটি’র সবক’টি ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এবার তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন গুরুতর অভিযোগ আনলেন যে স্বারষ্ট্রমন্ত্রক এই ঘটনাকে চেপে দিয়ে অন্য রূপ দিতে চাইছে। তিনি জানান যে দেশের বিরোধীপক্ষ এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করবে।
মিশনারিজ অব চ্যারিটিজের পক্ষ থেকে সিস্টার প্রেমা জানিয়েছেন যা সংস্থার এফসিআরএ বা বিদেশ থেকে আর্থিক সাহায্য পাওয়ার যে অনুমতি, তার পুনর্নবীকরণ করেনি কেন্দ্রীয় সরকার। ডেরেক বলেন যে মাদার টেরেজার এই সংস্থাকে চাপ দিয়ে নিজেদের গা বাঁচাতে এরকম তথ্য দিচ্ছে কেন্দ্র।
মোদী সরকারের এই আচরণের তীব্র বিরোধিতা করে আগেই টুইটারে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, কেন্দ্রের এই পদক্ষেপের জেরে মাদার টেরিজার এই স্বেচ্ছাসেবী সংগঠনের ২২ হাজার রোগী এবং কর্মী ওষুধ ও খাবার থেকে বঞ্চিত হচ্ছেন।