দেশ বিভাগে ফিরে যান

অসুস্থতার জন্য পেয়েছেন জামিন, সেই প্রজ্ঞাই খেলছেন ক্রিকেট, ভাইরাল ভিডিও

December 27, 2021 | < 1 min read

জামিন পেতে আদালতে অসুস্থতার দাবি। ছাড়া পেয়েই স্বমহিমায় বিজেপি নেত্রী তথা ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। এবার তাঁর ক্রিকেট খেলার ছবি ভাইরাল হতেই তাজ্জব নেটিজেনরা। যে প্রজ্ঞা হুইলচেয়ার ছাড়া হাঁটাচলা করতে পারেন না, তিনিই সপাটে ব্যাট চালাচ্ছেন! মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা। অসুস্থতার জন্য তিনি জামিন পান। হুইল চেয়ারকে সঙ্গী করে  যোগ দিতেন দলীয় কর্মসূচিতে। গত নবরাত্রি উৎসবের একটি অনুষ্ঠানে প্রজ্ঞাকে নাচতে দেখে চোখ কপালে ওঠে সকলের। সেই ঘোর কাটতে না কাটতেই তিনি নেমে পড়েন বাস্কেটবল খেলতে। সেই ছবিও ভাইরাল হয়ে পড়ে। এবার তিনি সপার্ষদ নেমে পড়লেন ভোপালের শক্তিনগর এলাকায় ক্রিকেট খেলতে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Sadhvi Pragya Thakur, #Bail, #Cricket, #bjp

আরো দেখুন