রাজ্য বিভাগে ফিরে যান

ছাত্র দিবসের আগেই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল

December 27, 2021 | < 1 min read

আগামী ১ জানুয়ারি স্টুডেন্টস ডে পালনের কথা বলা হলেও, তা পিছিয়ে ৩ তারিখ করা হয়েছে। ওইদিন রাজ্যজুড়ে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলির কথা রয়েছে। তবে সেই লক্ষ্যমাত্রা আগেই ছাপিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার আবেদন প্রাথমিকভাবে অনুমোদন করেছে। ঋণ মঞ্জুর হয়ে গিয়েছে প্রায় সাত হাজার পড়ুয়ার। এখনও হাতে কয়েক মাস সময় রয়েছে। ফলে এই সংখ্যা আরও বাড়বে, ধারণা এমনটাই। বারাসতের প্রশাসনিক বৈঠক থেকে ১ জানুয়ারিকে স্টুডেন্টস ডে হিসেবে পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন কত স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হবে, সেই লক্ষ্যমাত্রাও বেঁধে দেন তিনি। সেই মতো বাড়তি উদ্যোগ নেয় শিক্ষাদপ্তর। কিন্তু প্রচুর আবেদন অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল ব্যাঙ্কে। নবান্ন এনিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। তারপরই আটকে থাকা আবেদনের একটি অংশকে ধীরে ধীরে ছাড়পত্র দেয় ব্যাঙ্কগুলি। তবে ঋণ মঞ্জুরের ব্যাপারে এখনও বহু পড়ুয়ার আর্জি আটকে রয়েছে বলে জানা গিয়েছে।শুধুমাত্র উচ্চশিক্ষার জন্যই ৪০ হাজারেরও বেশি আবেদন পড়ে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে।


৩ জানুয়ারি শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে কত বেশি পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত যে ৩০ হাজার ছাত্রছাত্রীকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা শীঘ্রই কার্ড পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। দপ্তরের এক আধিকারিক বলেন, যাঁদের আবেদন গৃহীত হয়েছে, তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে তাঁদের ঋণ মঞ্জুর হলে জানিয়ে দেওয়া হবে। এদিকে, ইতিমধ্যেই পাঁচ হাজার আবেদন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Application, #Students Credit Card

আরো দেখুন