বছর শেষে উল্লাসে মাতোয়ারা রাজ্যবাসী, অনেকটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
ফের করোনার বিপদ ঘিরছে রাজ্যকে। হুড়মুড়িয়ে বেড়েছে নতুন করোনা আক্রান্তের সংখ্যা। শুধু রাজ্যেই নয় কলকাতাতেও এবার পারদ ঊর্ধ্বমুখী। একদিনে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে করোনা। একদিকে পুরভোট অন্যদিকে বড়দিন। গণতন্ত্রের উৎসব, বড়োদিনের উন্মাদনা কাটিয়ে শহর এখন বছর শেষের উল্লাসে মাতোয়ারা। এরই মধ্যে ভয় ধরাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন।
মঙ্গলবার এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। কলকাতাতে এই সংখ্যাটা ৩৮২। পজিটিভিটি রেটও উপরদিকেই, ২.৩৫ শতাংশ। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনায় ২ জন করে করোনার বলি হয়েছেন।
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জন করে। উত্তর ২৪ পরগনাতেও ফের আক্রান্ত বেড়েছে। নতুন করে উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। হাওড়ায় ৫৮ জন। এরপরই হুগলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১।