এক কোটি ভোট পেলেই ৭০ টাকায় মদ! প্রতিশ্রুতি অন্ধ্রের রাজ্য বিজেপি সভাপতির
২০২৪-এর ভোট বৈতরণি পেরোতে রাজ্যবাসীর হাতে ‘সস্তায় মদ’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিল অন্ধ্রপ্রদেশ বিজেপি নেতৃত্ব। শর্ত একটাই, বিজেপিকে এক কোটি ভোট দিতে হবে। বিনিময়ে বিজেপি শাসিত সরকার মাত্র ৭০ টাকায় ভালোমানের মদ দেবে। বিজয়ওয়াড়ার এক সভায় এই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে রাখলেন অন্ধ্রের রাজ্য বিজেপি সভাপতি সমু বীরাজু।
তাঁর প্রতিশ্রুতি, ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশে বিজেপি সরকার গড়লে, তাঁরা ৭০ টাকায় রাজ্যবাসীকে মদ দেবেন। চেষ্টা করবেন যাতে আরও দাম কমিয়ে ৫০ টাকায় যাতে একই মদ দেওয়া যায়। রাজকোষে পর্যাপ্ত টাকা থাকলেই অন্ধ্র সরকার এই প্রতিশ্রুতি রক্ষা করবে। রাজকোষে পড়ে থাকা লভ্যাংশের টাকা থেকে ভর্তুকি দিয়ে বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করবে।
ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস সরকারের সমালোচনাও করেন বীরাজু। তাঁর দাবি, অন্ধ্রে কোনও উন্নয়ন হয়নি। বামেদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপি প্রধান। বামেদের ‘ঘেউ ঘেউ করা কুকুর’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘ওরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।’
বিজয়ওয়াড়ার সভা থেকে আরও কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন রাজ্য বিজেপি প্রধান। ক্ষমতায় এলে অমরাবতীকে অন্ধ্রের রাজধানী ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাজ্য বিজেপি প্রধান। দাবি করেন, ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যে উন্নয়নের বন্যা বইয়ে দেবেন।
বিজেপি-র পক্ষে কেন এক কোটি ভোট চাইছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি রাজ্য প্রধান। তাঁর দাবি, অন্ধ্রের কমপক্ষে এক কোটি মানুষ অ্যালকোহল পান করেন। তিনি চাইছেন, এই এক কোটি মানুষ ভোট দিয়ে বিজেপিকে অন্ধ্রে ক্ষমতায় আনুক।
বীরাজুর হিসেব, অন্ধ্রে মাথাপিছু এক একজন মদের পিছনে ১২ হাজার টাকা খরচ করেন। বিজেপি নেতার দাবি, জগনমোহন রেড্ডির সরকার অ্যালকোহল থেকে অনেক টাকা আয় করে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের আওতায় সেই টাকা দিয়েছেন।