খেলা বিভাগে ফিরে যান

শামির বিধ্বংসী বোলিংয়ের সুবাদে সেঞ্চুরিয়ান টেস্টে ভারত এগিয়ে ১৪৬ রানে

December 29, 2021 | 2 min read

 প্রথম সেশনে আট। দ্বিতীয় সেশনে চার। শেষ সেশনে ছয়। সুপারস্পোর্ট পার্কে সোমবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল খেলা। মঙ্গলবার কিন্তু অবিরাম বর্ষণের মেজাজেই দিনভর পড়ল ১৮ উইকেট। দুই শিবিরের ব্যাটসম্যানরাই সমস্যায় পড়লেন। তবে তার মধ্যেও প্রথম টেস্টে কিছুটা সুবিধাজনক জায়গায় ভারত। শেষলগ্নে মায়াঙ্ক আগরওয়াল (৪) খোঁচা না দিলে অবশ্য চালকের আসনে আরও মজবুত দেখাত সফরকারী দলকে। বিরাট কোহলির দল এখন এগিয়ে ১৪৬ রানে। ছয় ওভার খেলে এক উইকেট হারিয়ে উঠেছে ১৬ রান। ক্রিজে প্রথম ইনিংসের শতরানকারী লোকেশ রাহুলের (৫) সঙ্গে নৈশপ্রহরী শার্দূল (৪)। বাকি আর দু’দিন। এদিনের মতো বুধবার সকালেও হারাকিরি না করলে জয়ের সুবাস জোরালো হওয়া উচিত ভারতীয় শিবিরে।

এদিন সকালে বিধ্বংসী বোলিংয়ে ত্রাস হয়ে উঠেছিলেন লুঙ্গি এনগিডি। তাঁর ছয় উইকেট সাড়ে তিনশোও পেরতে দেয়নি ভারতকে। পরে দক্ষিণ আফ্রিকাকে তারই জবাব দিলেন মহম্মদ শামি। ৪৪ রানে নিলেন পাঁচ উইকেট। একইসঙ্গে পেরলেন টেস্টে দু’শো উইকেটের মাইলস্টোনও। শামির দাপটেই  তেম্বা বাভুমার (৫২) লড়াই সত্ত্বেও ১৯৭ রানে থেমে গেল প্রোটিয়ারা। ১৩০ রানের লিড নিল ভারত। শামির কৃতিত্ব এখানেই যে, পায়ের গোড়ালি মচকে যাওয়ার জন্য দীর্ঘ সময় বাইরে ছিলেন যশপ্রীত বুমরাহ। কিন্তু, তাঁর অভাব বুঝতে দিলেন না শামি। পড়ন্ত বেলায় বুমরাহ অবশ্য মাঠে ফিরেই নিলেন প্রোটিয়া ইনিংসের শেষ উইকেটও। যা স্বস্তি আনছে ভারতীয় শিবিরে।

রোদ ঝলমলে সকালে তিন উইকেটে ২৭২ নিয়ে শুরু করেছিল ভারত। কিন্তু শেষ সাত উইকেট পড়ে মাত্র ৫৫ রানে। লুঙ্গি এনগিডি (৬-৭১) ও কাগিসো রাবাডার (৩-৭২) দাপটে হুড়মুড় করে ভেঙে পড়ে ইনিংস। শতরানকারী লোকেশ রাহুল (১২৩) ফেরেন মাত্র এক রান যোগ করে। অর্ধশতরানের আগে ফিরতে হয় অজিঙ্কা রাহানেকে (৪৮)। এরপর যশপ্রীত বুমরাহ (১৪) ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছননি। 


স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস (২৭২-৩ এর পর): লোকেশ ক ডি’কক বো রাবাডা ১২৩, রাহানে ক ডি’কক বো এনগিডি ৪৮, ঋষভ ক ভ্যান ডার ডুসেন বো এনগিডি  ৮, অশ্বিন ক কেশব বো রাবাডা ৪, শার্দূল ক ডি’কক বো রাবাডা ৪, সামি ক ডি’কক বো এনগিডি ৮, বুমরাহ ক মুল্ডার বো জানসেন ১৪, সিরাজ অপরাজিত ৪, অতিরিক্ত ১৯, মোট (১০৫.৩ ওভারে) ৩২৭। উইকেট পতন: ৪-২৭৮, ৫-২৯১, ৬-২৯৬, ৭-২৯৬, ৮-৩০৪, ৯-৩০৪, ১০-৩২৭। বোলিং: রাবাডা ২৬-৫-৭২-৩, এনগিডি ২৪-৫-৭১-৬, জানসেন ১৮.৩-৪-৬৯-১, মুলডার ১৯-৪-৪৯-০, মহারাজ ১৮-২-৫৮-০।

দক্ষিণ আফ্রিকা: এলগার ক পন্থ বো বুমরাহ ১, মার্করাম বো সামি ১৩, পিটারসেন বো শামি ১৫, ডুসেন ক রাহানে বো শামি ৩, বাভুমা ক পন্থ বো সামি ৫২, ডি’কক বো শার্দূল ৩৪, মুলডার ক পন্থ বো সামি ১২, জানসেন এলবিডব্লু বো শার্দূল ১৯, রাবাডা ক পন্থ বো সামি ২৫, মহারাজ ক রাহানে বো বুমরাহ ১২, এনগিডি অপরাজিত ০, অতিরিক্ত ১১, মোট (৬২.৩ ওভারে) ১৯৭। উইকেট পতন: ১-২, ২-২৫, ৩-৩০, ৪-৩২, ৫-১০৪, ৬-১৩৩, ৭-১৪৪, ৮-১৮১, ৯-১৯৩, ১০-১৯৭। বোলিং: বুমরাহ ৭.২-২-১৬-২, সিরাজ ১৫.১-৩-৪৫-১, শামি ১৬-৫-৪৪-৫, শার্দূল ১১-১-৫১-২, অশ্বিন ১৩-২-৩৭-০। ভারত দ্বিতীয় ইনিংস: রাহুল অপরাজিত ৫, মায়াঙ্ক ক ডি’কক বো জানসেন ৪, শার্দূল অপরাজিত ৪, অতিরিক্ত ৩, মোট (৬ ওভারে, এক উইকেটে) ১৬।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #South Africa, #Mohammad Shami, #Centurion test

আরো দেখুন