দেশ বিভাগে ফিরে যান

দেশের বেহাল অর্থনীতির মধ্যেও মহার্ঘ গাড়ি, ‘চৌকিদার’ মোদীকে তুমুল কটাক্ষ বিরোধীদের

December 29, 2021 | < 1 min read

তিনি একাধারে ‘চা-ওয়ালা’ এবং ‘চৌকিদার’। এক ‘ফকির আদমি’, যিনি ‘ঝোলা’ নিয়ে চলে যাবেন যেদিকে দু’চোখ যায়। দেশের সেই ‘প্রধান সেবক’-এর নিরাপত্তায় কিছুদিন আগেই প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল একজোড়া অত্যাধুনিক বিমান। এবার এল ২৪ কোটি টাকারও বেশি দামের একজোড়া কেতাদুরস্ত বিলাসবহুল গাড়ি—মার্সিডিজ মেবাখ এস৬৫০ গার্ড। একটিতে চড়বেন মোদী। অন্যটি ব্যবহার করা হবে ‘ডামি’ হিসেবে।

সম্প্রতি দিল্লির হায়দরাবাদ হাউসের সামনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানানোর সময় এই মিশকালো মার্সিডিজে দেখা যায় মোদীকে। করোনার জেরে দেশের বেহাল অর্থনীতির মধ্যেও মহার্ঘ গাড়ি কেনায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর আবেদনের ভিত্তিতেই মোদীর গাড়ি ‘আপগ্রেড’ করা হয়েছে। মার্সিডিজের এই মডেল এবং বোয়িংয়ের ট্যাঙ্ক বিধ্বংসী এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার একই উপাদানে তৈরি। বিশ্বের সেরা সুরক্ষা ব্যবস্থা ‘ভিআর১০ লেভেল প্রোটেকশন’ যুক্ত এই গাড়ি আটকে দেবে কালাশনিকভ কিংবা বর্মভেদী গুলি।

যাত্রীদের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য জানালার ভিতরে রয়েছে পলিকার্বনেটের বিশেষ প্রলেপ। সেই সঙ্গে বিষাক্ত গ্যাস হামলা থেকে বাঁচার ব্যবস্থা, ‘সেল্ফ-সিলিং ফুয়েল ট্যাঙ্ক’ ও ‘রান-ফ্ল্যাট টায়ার’ মতো প্রযুক্তি। গাড়িটিতে রয়েছে ৬ লিটারের টুইন-টার্বো ভি১২ ইঞ্জিন, যার ক্ষমতা ৫১৬ বিএইচপি, সর্বাধিক টর্ক ৮০০ এনএম। সর্বাধিক গতি ঘণ্টায় ১৬০ কিমি।

TwitterFacebookWhatsAppEmailShare

#opposition, #bjp, #troll, #Mercedes, #Narendra Modi

আরো দেখুন