বিদেশফেরত সব যাত্রীরই করোনা পরীক্ষা বাধ্যতামূলক, ওমিক্রন পরিস্থিতিতে কড়া পদক্ষেপ রাজ্যের
বিদেশফেরত সব যাত্রীরই করোনা পরীক্ষা করতে হবে। ওমিক্রন পরিস্থিতিতে এইভাবে স্ক্রিনিং-এ আরও কড়াকড়ির সিদ্ধান্ত নিল রাজ্য। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যকর্তারা। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। এতদিন ৫০টির বেশি দেশ থেকে শহরে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা আবশ্যিক ছিল। দেশগুলিকে ‘হাই রিস্ক কান্ট্রি’ বলে অভিহিত করা হয়। এইসব দেশ থেকে শহরে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করার নিয়ম ছিল। এইবার ‘নন হাই রিস্ক’ দেশগুলি থেকে আসা যাত্রীদের ‘র্যাট’ বা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনার প্রাথমিক স্ক্রিনিং করা হবে। ফলে বিদেশফেরত সব যাত্রীরই কোনও না কোনওভাবে করোনা পরীক্ষা করা হবে। এদিকে ওমিক্রন পরিস্থিতিতে এম আর বাঙুর হাসপাতালের নতুন সুপারস্পেশালিটি বাড়িতে নন করোনা রোগীদের ভর্তির সিদ্ধান্ত বাতিল করা হল।
জানুয়ারি থেকেও ওই বাড়িতে করোনা রোগীরাই ভর্তি থাকবেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, বিদেশফেরত সব যাত্রীরই করোনা পরীক্ষা করা হবে। অবস্থা বিবেচনা করে এম আর বাঙুরে শুধু করোনা রোগীদেরই ভর্তি রাখা হবে।