রেডক্রস চেয়ারম্যান পদে রাজনীতিবিদ! সিদ্ধান্তের বিরোধিতা করে ধনখড়কে আইনি চিঠি দিল সংস্থা
রাজ্য রেডক্রস সোসাইটির চেয়ারম্যান নিয়োগে রাজ্যপাল জগদীপ ধনকারের সিদ্ধান্তের বিরোধিতা এল সংস্থার মধ্যে থেকেই। রেড ক্রস সোসাইটির চারজন স্বেচ্ছাসেবকের তরফে রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাঁদের আইনজীবী রাজভবনে চিঠি পাঠিয়েছেন। আইন মেনে এই নিয়োগ হয়নি বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। অবিলম্বে নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন করার কথা বলা হয়েছে চিঠিতে। রাজ্যপাল পদাধিকার বলে রাজ্য রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট।
সম্প্রতি তিনি সোসাইটির চেয়ারম্যান হিসেবে বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তীকে নিয়োগ করেন। চেয়ারম্যান মনোনীত করার ব্যাপারে জলপাইগুড়ি ও পুরুলিয়া জেলার রেড ক্রসের চারজন স্বেচ্ছাসেবকের হয়ে আইনজীবী চন্দ্রশেখর বাগ রাজভবনে চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে অবশ্য রাজ্যপালের নাম উল্লেখ না করে রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্টের নামের উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রেড ক্রসের বর্তমান চেয়ারম্যানকে ৩১ ডিসেম্বর সরিয়ে দিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে সেখানে আনা হচ্ছে। এতে রেডক্রস তার স্বকীয়তা হারিয়ে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে যেতে পারে।