পর্যটকদের মাস্ক না থাকায় পুলিশি ধরপাকড় দীঘাতে, চলছে মাইকিংয়ে সতর্কতা
বছরের শেষ দিন, আর সেই শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে দিঘা পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। দেশজুড়ে ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়ছে। রাজ্য সরকার ইতিমধ্যে সমস্ত মানুষকে সতর্ক করা শুরু করেছে। নতুন বছরে স্বাগত জানাতে যেসব পর্যটক দিঘা, মন্দারমণি, শংকরপুর, তাজপুর সহ একাধিক পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন, তাঁদের জেলা প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা চলছে। পর্যটকরা হোটেল থেকে বেরলেই তাঁদের অবশ্যই মুখে মাস্ক পরতে হবে।
শুক্রবার সকাল থেকে দেখা গেল দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি যে পর্যটকরা মুখে মাস্ক পরছেন না, তাদের থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে রাজ্য সরকারের পাশাপাশি জেলা প্রশাসন উদ্বিগ্ন রয়েছে। নতুন বছরকে বরণ করতে ইতিমধ্যেই দিঘার হোটেলগুলিতে পর্যটকরা এসে পৌঁছেছেন। ফলে শুক্রবার রাতে নতুন বছরকে বরণ করার জন্য যেসব পর্যটক মুখিয়ে রয়েছেন, তাঁদের অবশ্যই সতর্ক করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে মুখে অবশ্যই মাস্ক পরে থাকতে বলা হচ্ছে। তা না-হলে আগামী দিনে সংক্রমণ আরও বাড়তে পারে বলেও প্রচারে বলা হচ্ছে।