দেশ বিভাগে ফিরে যান

মন্ত্রিত্বের টোপ দিয়ে পাওয়ারকে জোট করার প্রস্তাব দিয়েছিলেন মোদী, ফাঁস করলেন এনসিপি প্রধান

December 31, 2021 | 2 min read

মহারাষ্ট্রে সরকার গড়তে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। আসরে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও রাখঢাক নয়, সরাসরি ‘অফার’ দিয়েছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে, ‘আমাদের দলের সঙ্গে জোট করুন। আপনার মেয়েকে (সুপ্রিয়া সুলে) কেন্দ্রীয় মন্ত্রী করা হবে।’ বুধবার পুনেতে এক অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে দু’বছর আগের সেই ‘রাজনৈতিক সিক্রেট’ ফাঁস করেছেন স্বয়ং শরদ পাওয়ার। আর একই সঙ্গে অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিজেপি তথা নরেন্দ্র মোদীকে।


২০১৯ সাল। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা গিয়েছিল এককভাবে কোনও দলই গরিষ্ঠতা পায়নি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে বিবাদের জেরে ভেঙে যায় বিজেপি ও শিবসেনার জোট। সব মিলিয়ে মহারাষ্ট্রে যখন রাজনৈতিক সঙ্কট চরমে, ঠিক সেই সময় মোদীর পক্ষ থেকে এনসিপি সুপ্রিমোর কাছে এসেছিল জোটের প্রস্তাব। শরদ পাওয়ারের দাবি, ‘আমাকে মোদীজি বলেছিলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি।’ এখানেই থেমে থাকেনি বিজেপি। স্বয়ং শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে উপ-মুখ্যমন্ত্রীর টোপ দিয়ে এনসিপিতে ভাঙন ধরায় তারা। এমনকী রাতের অন্ধকারে মহারাষ্ট্রে সরকার গঠনের শপথও নিয়ে ফেলে। কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগে‌ বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলে সেই অজিত পাওয়ার আবার সদলবলে ফিরে আসেন এনসিপিতে, কাকার ছত্রছায়ায়। ফলে কয়েকদিনের মধ্যেই বিজেপির ওই মিলিজুলি সরকারের পতন ঘটে। তারপরই এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার জোট সরকার গঠিত হয়। মুখ্যমন্ত্রী হন উদ্ধব থ্যাকারে।


দু’বছর পর শারদ পাওয়ার এভাবে এমন একটি গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় তুমুল রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশজুড়ে। চরম বিব্রত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীরবতা পালন করছে। মহারাষ্ট্র শাখা বলেছে, ‘পাওয়ার অর্ধসত্য বলছেন।’ শিবসেনা কিন্তু দাঁড়িয়েছে এনসিপি সুপ্রিমোর পাশেই। তাদের দাবি, ‘পাওয়ার একেবারেই সঠিক বলেছেন। স্বয়ং প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নিয়ে আমাদের মধ্যে ২০১৯ সালে আলোচনাও হয়েছিল। নরেন্দ্র মোদি নিজে মহারাষ্ট্রে যেনতেন প্রকারে সরকার গঠনের জন্য মরিয়া হয়েছেন জেনে আমাদেরও খুব অবাক লেগেছিল। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে কংগ্রেস ও শিবসেনাকে আটকাতে মিলিজুলি সরকার গড়তে চেয়েছিলেন। পরিবর্তে বারামতী লোকসভা আসনের এমপি শারদ-কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব পাঠিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি মারাঠা-রাজ্যের দখল নিতে এবং সরকার গঠন করতে কতটা মরিয়া।’
গোয়া, মণিপুর, মধ্যপ্রদেশ, কর্ণাটক—একের পর এক রাজ্যে বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও নানাবিধ রাজনৈতিক জোট গড়ে সরকার গড়েছে বিজেপি। উদ্দেশ্য ছিল তাদের একটাই—যেভাবে হোক বিধানসভা দখল। সর্বত্র ‘ডবল ইঞ্জিন কর্মসূচি’। মহারাষ্ট্রেও সেই পন্থা নিয়েছিল তারা। নরেন্দ্র মোদী নিজেই উদ্যোগী হন। কিন্তু সবই ব্যর্থ হয়। শেষ চেষ্টা ছিল এনসিপিকে ভাঙিয়ে নেওয়া। শরদ পাওয়ার কিন্তু জানিয়েছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে স্পষ্ট বলে দিয়েছিলাম, বিজেপির সঙ্গে জোট সরকার গড়া আমার পক্ষে সম্ভব নয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Maharashtra, #sharad pawar, #supriya sule

আরো দেখুন