ওমিক্রন রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুপুর দুটো নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। দুপুর থেকেই হাসপাতালের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল সৌরভের লাল গাড়ি। পিপিই কিট পরে তৈরি ছিলেন দাদার গাড়ির চালকও।
হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভাল। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে নিভৃতবাসে থাকাই সুবিধাজনক।
দুপুর ঠিক দুটোয় হাসপাতালের সামনে দাঁড়ানো গাড়িতে এসে বসেন দাদা। পরনে ছিল নীল চেক শার্ট ও নীল ফেদার জ্যাকেট। উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে লাল গাড়িতে ঢুকে পড়েন সৌরভ। গাড়ি রওনা দেয় বীরেন রায় রোডের উদ্দেশে।