রাজ্য বিভাগে ফিরে যান

করোনা বৃদ্ধির ফলে রাজ্যের সব আদালতে হবে ভার্চুয়াল শুনানি, বিজ্ঞপ্তি হাইকোর্টের

January 1, 2022 | 2 min read

চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। রাজ্যে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। নতুন করে বড়সড় বিপদ সামলাতে আগাম সতর্কতার পথে হাঁটল রাজ্যের আদালতগুলি। কলকাতা হাই কোর্টের (Calcutta HC) তরফে এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভারচুয়াল শুনানি শুরু হবে। আগামী ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের সব কটি আদালতে শুরু হয়ে যাবে অনলাইন বা ভারচুয়াল শুনানি (Virtual Hearing)। আবেদনকারী, আইনজীবী, বিচারক বা বিচারপতিরা আজ সশরীরে হাজির থাকবেন না। সকলেই অনলাইনে কাজ সামলাবেন। আদালত চত্বরে জমায়েত কমিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

হাই কোর্টের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে (Notification) অবশ্য ব্যতিক্রমের কথাও উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু মামলা, যেখানে সরকারি আইনজীবীর কোনও কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার কথা, সেক্ষেত্রে কেবল অনুমতিসাপেক্ষে আদালতে হাজির হওয়া যাবে। অন্যথায় নয়। আদালতের কর্মীদের উপস্থিতি নিয়েও জারি হয়েছে নয়া নিয়ম –

  • সর্বোচ্চ ৬৬ শতাংশ বা দুই তৃতীয়াংশ কর্মী একসঙ্গে হাজির হতে পারবেন। সপ্তাহে রোজ নয়, ঘুরিয়েফিরিয়ে আদালতে গিয়ে কাজ করতে হবে কর্মীদের।
  • প্রত্যেকের জোড়া ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক। মাস্ক, স্যানিটাইজার-সহ একাধিক কোভিড বিধি মেনে চলতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব।

কলকাতা হাই কোর্টের পাশাপাশি জেলা আদালতগুলিতেও জারি হচ্ছে একই নিয়ম। সশরীরে হাজির হয়ে আদালত কক্ষে শুনানি নয়, ভারচুয়াল শুনানিই হবে। তবে কতদিন আদালতের কাজ এভাবে অনলাইন কাজ চলবে, সে বিষয়ে কোনও স্পষ্ট উল্লেখ নেই হাই কোর্টের নির্দেশিকায়। বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি পাওয়া পর্যন্ত সোমবার থেকেই এভাবে কাজ করতে হবে। এই মুহূর্তে কলকাতা হাই কোর্টে পুরভোট-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। তার নিষ্পত্তি হওয়াও প্রয়োজন। এদিকে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণও। এই অবস্থায় অনলাইন শুনানির মাধ্যমেই কাজ চালিয়ে নিয়ে যেতে চাইছে আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #covid third wave, #virtual hearing

আরো দেখুন