লালবাজারে ফের করোনার থাবা, আক্রান্ত আইপিএস অফিসার-সহ ৫০ পুলিস কর্মী
নতুন বছরের শুরুতে কলকাতা পুলিসের (Covid 19) সদর দপ্তরে হানা দিল করোনা৷ অন্তত ৫০ জন পুলিস এবং কর্মী করোনায় আক্রান্ত বলে লালবাজার (Lalbazar) সূত্রে খবর৷ আক্রান্তদের তিনজন আইপিএস অফিসার৷ তবে বেশিরভাগেরই উপসর্গ মৃদু৷ কারওর কারওর শরীরে করোনার তেমন লক্ষণও দেখা যায়নি৷ বড়দিন ও বর্ষশেষ উপলক্ষে কলকাতার রাস্তায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছিল৷ অনুমান, ডিউটি করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন সকলে৷ এদিকে রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে৷ সূত্রের খবর, পুলিস কর্মীরা ওমিক্রনে আক্রান্ত কি না জানতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এ পাঠানো হতে পারে৷ তবে সেই রিপোর্ট পেতে আরও কিছুদিন সময় লাগবে৷
দিন দিন কলকাতা-সহ গোটা রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে৷ শনিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১২ জন৷ সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা৷ শেষ একদিনে শহরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন৷ কলকাতা সংলগ্ন জেলাগুলিতে সংক্রমণ বাড়ছে৷ এই পরিস্থিতিতে আগামিকাল রবিবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নবান্ন৷ বাতিল হয়েছে স্কুল পড়ুয়াদের নিয়ে ‘ছাত্র সপ্তাহ’ কর্মসূচি৷ আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই কর্মসূচি পালনের কথা ছিল৷ কিন্তু আচমকা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুটি সরকারি অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷