বিজেপির কতবড় ক্যাডার তা প্রমাণ করে দিয়েছেন রাজ্যপাল, ধনখড়কে তোপ কল্যাণের
হাওড়া বিল নিয়ে নবান্ন-রাজভবন সঙ্ঘাতের মাঝে এ বার রাজ্যপাল জগদীপ ধনখড়কে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় একটি কর্মসূচিতে গিয়ে ধনখড়কে কড়া ভাষায় আক্রমণ করে কল্যাণ বলেন, ‘‘বিজেপি-র চাকরের পর্যায়ে চলে গিয়েছেন রাজ্যপাল।’’ বিল আটকে রেখে রাজ্যপালই হাওড়া পুরনির্বাচনে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার হাওড়ার সলপে ‘দুয়ারে চিকিৎসক’ কর্মসূচি গিয়ে ‘মমতা ক্লিনিক’-এর সূচনা করেন কল্যাণ। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ও। ওই মঞ্চ থেকে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কল্যাণ বলেন, ‘‘বিজেপি-র কত বড় ক্যাডার তিনি, প্রমাণ করে দিয়েছে জগদীপ ধনখড়। ইচ্ছাকৃত ভাবে হাওড়ায় পুরনির্বাচন করতে দিচ্ছেন না উনি। বিল আটকে রেখে হাওড়ার মানুষেরই ক্ষতি করছেন রাজ্যপাল।’’
এখানেই শেষ নয়। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যপালকে লড়ারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ। তাঁর কথায়, ‘‘রাজনীতি করার ইচ্ছে হয়েছে ওঁর। লোকসভায় লড়ে দেখাক শ্রীরামপুর কেন্দ্র থেকে। আড়াই লক্ষ ভোটে হারাব।’’
বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগে কল্যাণ বলেন, ‘‘ডোমজুর আজ অপশাসনহীন ও মস্তানবিহীন এলাকা। নির্বাচনের আগে এক সময়ের মন্ত্রী ও ডোমজুরের প্রাক্তন বিধায়ক অনেক অত্যাচার করেছেন। তৃণমূল তা রুখে দিয়েছে।’’