রাজ্য বিভাগে ফিরে যান

বাড়ছে করোনার সংক্রমণ, ৩ জানুয়ারি থেকে নয়া বিধিনিষেধ জারির পথে রাজ্য

January 2, 2022 | < 1 min read

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কিছু বিধিনিষেধ চালু করতে পারে রাজ্য। সূত্রের খবর, রবিবার নবান্নে একটি বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, সোমবার থেকেই নতুন নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। তবে এখনও এ নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। রবিবার বিকেলে ওই বিষয়ে ঘোষণা করতে পারেন মুখ্যসচিব।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ আবার চালু করা হতে পারে। তেমন হলে স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দিনের জন্য ছুটি ঘোষণা করা হতে পারে। এমনকি শনিবার ওই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে রবিবার নবান্নের ওই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এখনই ‘আংশিক লকডাউন’ বা ‘কঠোরতম বিধিনিষেধ’ জারির কথা ভাবছে না রাজ্য। এখনই হয়তো বন্ধ হচ্ছে না ট্রেন, বাস বা মেট্রো পরিষেবা। আপাতত ধাপে ধাপে বিধিনিষেধ জারি করা হবে এবং আগামিদিনে পরিস্থিতি বুঝে তা আরও বাড়ানো হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #covid 19, #COVID Restriction

আরো দেখুন