দেশ বিভাগে ফিরে যান

হরিয়ানায় প্রগতি যাত্রার মাধ্যমে জন সংযোগে তৃণমূল

January 2, 2022 | < 1 min read

প্রতীকী ছবি

একুশে জুলাইয়ের পর তৃণমূল কংগ্রেস তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতেও বাংলা ছাড়া দেশের একাধিক রাজ্যে অনুষ্ঠান করেছে। মিশন ২০২৪–কে মাথায় রেখেই তা করা হয়েছে। ত্রিপুরা, হরিয়ানা, গোয়া, উত্তরপ্রদেশ–সহ একাধিক রাজ্যে নানা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এখানেই তাঁরা থামতে চাইছেন না। বিরোধী শক্তি হিসাবে সর্বত্র উঠে আসতে আগামী ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিন থেকে হরিয়ানাতে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রগতি যাত্রা।

এই প্রগতি যাত্রা কতদিন চলবে?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার ২২টি জেলাতে প্রগতি যাত্রা কর্মসূচি চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। তার আগে হরিয়ানাতে তৃণমূল কংগ্রেসের অ্যাডহক কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটির নেতৃত্বে পর পর আন্দোলন–কর্মসূচি নেওয়া হবে। এখানে কংগ্রেস কিছু করতে পারবে না। তাই তৃণমূল কংগ্রেসকে এগিয়ে আসতে হয়েছে বলে আগেই জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের লড়াই–আন্দোলন তুলে ধরা হবে হরিয়ানা জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে হরিয়ানার হিসার জেলার ভাই কানহাইয়া আশ্রমে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করেন অশোক তানোয়ার। করা হয়েছে মিষ্টি বিতরণ। এবার শুরু হবে প্রগতি যাত্রা।’‌

কারা থাকবে এই প্রগতি যাত্রায়?‌ সূত্রের খবর, সাংসদ সুখেন্দুশেখরের পাশাপাশি শান্তনু সেন, দোলা সেন, ডেরেক ও’‌ব্রায়েন–সহ একাধিক সাংসদ উপস্থিত থাকবেন। এমনকী যদি সময় পান তাহলে সেখানে হাজির থাকবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখানে কংগ্রেস–বিজেপিকে তুলোধনা করা হবে। একের পর এক ঘটনা মানুষের সামনে তুলে ধরা হবে। কৃষক আন্দোলনের সময় তাঁদের পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Haryana, #Pragoti Yatra

আরো দেখুন