কলকাতা বিভাগে ফিরে যান

কোভিড আক্রান্ত মেয়র ফিরহাদ হাকিমের পরিবার এবং ওএসডি

January 3, 2022 | < 1 min read

করোনা আক্রান্ত হলেন খোদ মেয়রের আধিকারিক। মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন। কালীচরণের পরিবারের পাঁচ সদস্যই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

একইসঙ্গে করোনা আক্রান্ত কলকাতা পুরসভার কমিশনর বিনোদ কুমারও। তাঁর পরিবারের মধ্যে তিনি একাই করোনা আক্রান্ত বলেও পুরসভা সূত্রে খবর। ওএসডি-র পরিবারের সকলেই নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। পুরসভার কমিশনরও নিভৃতবাসে আছেন বলেও পুরসভা সূত্রে জানা গেছে।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্ত সকলের অবস্থা আপাতত স্থিতিশীল এবং তাঁরা সকলেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন।

শনিবার দিনই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর অবস্থাও আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #firhad hakim, #corona positive, #KMC

আরো দেখুন