৫০ শতাংশ দর্শক নিয়ে নির্ধারিত সময়েই হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
পূর্ব নির্ধারিত তারিখ ৭ জানুয়ারিই শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এমনটাই জানালেন চলচ্চিত্র উৎসব কমিটির কর্ণধার, পরিচালক রাজ চক্রবর্তী। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই হবে উৎসব। গত বছরের মতো এবারও ৫০% দর্শক নিয়েই দেখানো হবে সিনেমা।
করোনার বর্তমান পরিস্থিতিতে এবছরের চলচ্চিত্র উৎসব অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লেও, সেই জট কেটেছে বলেই দাবি উৎসব কমিটির।
আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । প্রতিবছরের মতো এবছরও থাকছে একাধিক নয়া চমক। দেশ-বিদেশের বিখ্যাত চলচ্চিত্র দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কোভিড গাইডলাইন মেনে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অত্যাধুনিক স্মার্ট ডিজাইনের মাধ্যমেই আয়োজিত করা হবে চলচ্চিত্র উৎসব।
বিগত কয়েক বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে। মঞ্চে কার্যত বসত চাঁদের হাট। তবে গত বছরে সেই পরিস্থিতির অনেকটাই ভিন্ন চিত্র ধরা পড়ে। গত বছর নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমেই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তার পুনরাবৃত্তি হবে। এমনটাই জানিয়েছেন উৎসব কমিটির কর্ণধার রাজ চক্রবর্তী।