রাজ্য বিভাগে ফিরে যান

২২ তারিখেই হচ্ছে পুরভোট, জানাল কমিশন

January 3, 2022 | < 1 min read

অতিমারী আবহে আগামী ২২ জানুয়ারি অর্থাৎ পূর্বনির্ধারিত দিনেই হবে রাজ্যের চার পুরনিগমের ভোট। সোমবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসবিচের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। তবে প্রতিটি রাজনৈতিক দলকে প্রচারের ক্ষেত্রে মানতে হবে কোভিড প্রোটোকল। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরের কোভিড পরিস্থিতি বুঝে সেই গাইডলাইনে কড়াকড়িও করা হতে পারে।

রাজ্যের পুরআইন অনুযায়ী পুরনির্বাচনের যাবতীয় বিষয় ঠিক করার বিধান রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশন। আজ সেই বৈঠকের পরই জানানো হয়, রাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেলেও আপাতত ভোট পিছনোর প্রয়োজনীয়তা নেই। কারণ কলকাতার থেকে ভোট হতে চলা চার পুরনিগমে সংক্রমণের মাত্রা তুলনামূলক কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Municipal elections, #state election commision

আরো দেখুন