রাজ্য বিভাগে ফিরে যান

এক ধাক্কায় ৩ হাজার বৃদ্ধি! ১০ হাজারের দোরগোড়ায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

January 4, 2022 | 2 min read

গত সপ্তাহের মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল ৯১০। এক সপ্তাহে তা বাড়ল ১,১৪৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন জানাচ্ছে মঙ্গলবার রাজধানী শহরে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪,৭৫৯। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গত ৩ মে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছিল ৩,৯৯০-এ। তৃতীয় ঢেউয়ের অষ্টম দিনেই সেই রেকর্ড ভেঙে গেল।

তার আগে প্রথম কোভিড সংক্রমণ পর্বে ২০২০ সালের ২৫ অক্টোবর কলকাতায় দৈনিক সংক্রমণ ৯১০-এ পৌঁছেছিল। সোমবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ২,৮০১। মাত্র ২৪ ঘণ্টাতেই সেই তালিকায় সঙ্গে যুক্ত হলেন আরও ১,৯৫৮ জন করোনাভাইরাস সংক্রমিত।

রেকর্ড না গড়তে পারলেও সামগ্রিক ভাবে রাজ্যের করোনা সংক্রমিতও অনেকটাই বেড়ে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার তা ৬,০৭৮ ছিল। মঙ্গলবার নতুন সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯,০৭৩। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৩,৬২৫ জন।

জেলাওয়াড়ি তালিকার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১,৩৯১, হাওড়ায় ৬৯৮, দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫, হুগলিতে ৪০০, পশ্চিম বর্ধমান ৩৪৮, বীরভূমে ২১৯, পূর্ব বর্ধমানে ১১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গিয়েছেন কলকাতায়। এ ছাড়া বীরভূমে ৪, উত্তর ২৪ পরগনায় ৩, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ২ জন করে করোনারোগীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২৭ ডিসেম্বর) থেকে কলকাতায় সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ২০৪ থাকলেও পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ৩৮২-তে পৌঁছয়। ওই সময়কেই ‘তৃতীয় ঢেউয়ের সূচনা’ বলছেন অতিমারি বিশেষজ্ঞদের একাংশ। মাত্র ৮ দিনের মাথাতেই নতুন রেকর্ড গড়ল সংক্রমণের সেই তৃতীয় ঢেউ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19, #Corona Update, #Bengal Fights Corona

আরো দেখুন