দেশ বিভাগে ফিরে যান

বুল্লি বাই: অনলাইনে মুসলমান মহিলাদের নিলাম করার দায়ে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার যুবক

January 4, 2022 | < 1 min read

‘বুল্লি বাই’ অ্যাপ কাণ্ডে বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করল মুম্বই পুলিশ। যে অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম মহিলাদের ‘নিলাম’ করা হত বলে অভিযোগ উঠেছে। তবে ওই আটক যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আটক যুবকের বিষয়ে মুম্বই পুলিশের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। শুধু পুলিশের তরফে জানানো হয়েছে, ‘বুল্লি বাই’ অ্যাপ কাণ্ডে বেঙ্গালুরু থেকে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে আটক করেছে মুম্বই পুলিশের সাইবার সেল। যে ‘বুল্লি বাই’ অ্যাপ কাণ্ডে ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক একটি টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছিল এবং বিভিন্ন ‘কনটেন্ট’ আপলোড করছিল।

বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী সাতেজ ডি পাতিল বলেন, ‘বুল্লি ভাই মামলার আপডেট: মুম্বই পুলিশের হাতে বড়সড় তথ্য এসেছে। তবে এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব না। কারণ তা তদন্তকে প্রভাবিত করতে পারে। আমি সবাইকে আশ্বস করতে চাই যে আমরা সক্রিয়ভাবে অপরাধীদের ধাওয়া করছি এবং তাদের শীঘ্রই আইনের সামনে নিয়ে আসব।’

উল্লেখ্য, ‘বুল্লি বাই’ অ্যাপে প্রচুর মুসলিম মহিলাকে ‘নিলামের’ জন্য নথিভুক্ত করা হয়। ব্যবহার করা হয় তাঁদের ছবি। শনিবার টুইটারে এক মহিলা সাংবাদিক নিয়ে লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম মহিলা হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।’ পুরো বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। বিশেষত মাসকয়েক ‘সুল্লি ডিলস’ নামে এরকমই একটি অ্যাপ সামনে এসেছিল, যা মুসলিম মহিলাদের অনলাইনে ‘বিক্রি’ করছিল। সেই বিতর্কের মধ্যে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘বুল্লি বাই’ অ্যাপ ব্লক করা হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Bulli Bai Case, #Bulli Bai App, #Muslim Women

আরো দেখুন