কলকাতা বিভাগে ফিরে যান

ন্যাশনাল মেডিক্যাল কলেজে করোনা আক্রান্তের সংখ্যা ৮০

January 4, 2022 | < 1 min read

রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কলকাতায় সংক্রমণের হার সব থেকে বেশি। কোভিড-১৯ আক্রান্তের তালিকায় রয়েছেন শহরের অন্তত এক ডজন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার হস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন।


ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৮০ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। আক্রান্ত কয়েক জন ছাত্র এবং হাউস স্টাফ হস্টেলেই নিভৃতবাসে রয়েছেন বলে হাসপাতাল সূত্রের খবর। হস্টেলে থাকা সকলেরই আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে।

হাসপাতাল সূত্রের খবর, যাঁদের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়বে তাঁদের হস্টেলেই নিভৃতবাসে থাকতে বলা হবে। অন্যদের বাড়ি ফিরে যেতে বলা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে অন্তত ২০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমআর বাঙুর হাসপাতালেও আক্রান্তের সংখ্যা অন্তত ১৪। তার মধ্যে ১১ জনই নার্স। দু’জন চিকিৎসক।

TwitterFacebookWhatsAppEmailShare

#National medical College, #West Bengal, #covid 19, #corona positive

আরো দেখুন