জীবনশৈলী বিভাগে ফিরে যান

ওমিক্রণ আতঙ্কের মধ্যেই `ফ্লোরোনা` হানা, কী এই রোগ? জেনে নিন

January 4, 2022 | < 1 min read

একে করোনার (Coronavirus) সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না গত দুটো বছর ধরে। তার মধ্যে সংক্রমণ হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron)। আবার এই দুই অসুখের মাঝেই চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ফ্লোরোনা (Florona)। ইতিমধ্যেই জানা গিয়েছে, ইজরায়েলের এক সন্তান সম্ভবা মহিলার আক্রান্ত হয়েছেন এই অসুখে। কিন্তু কী এই ফ্লোরোনা? এর উপসর্গগুলোই বা কী কী?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্লোরোনা অসুখটি প্রধাণত করোনা এবং ইনফ্লুয়েঞ্জার মিলিত আক্রমণ। কোনও ব্যক্তির শরীরে যদি একসঙ্গে করোনাভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়, তাহলে তা ফ্লোরোনা রূপে আক্রমণ করে। বিশেষজ্ঞদের মতে, এই অসুখ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে অনেক কিছু জানা না গেলেও ফ্লোরোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।

ফ্লোরোনার উপসর্গগুলি কী কী– (Symptoms Of Florona)

  • ১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা এবং ফ্লু-এর (Flu) মতোই লক্ষণ দেখা দেয় ফ্লোরোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে।
  • ২. ফ্লোরোনা দেখা দিলে উচ্চ মাত্রায় জ্বর (Fever) দেখা দেয়।
  • ৩. তার সঙ্গে থাকে ক্লান্তিবোধ।
  • ৪. শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
  • ৫. গলায় ব্যথা থেকে গলা বন্ধ যাওয়া।
  • ৬. মাথায় প্রবল যন্ত্রণা।
  • ৭. বমি
  • ৮. ডায়রিয়া

ফ্লোরোনার আক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় সম্পর্কে বিশেষজ্ঞদের মত, টিকাকরণই কোভিডের যেকোনও প্রকার ভ্যারিয়েন্টের হাত থেকে নিস্তার দিতে পারে। এছাড়াও, তাঁরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যাঁদের ইতিমধ্যেই হৃদরোগ (Heart Disease), ফুসফুসের অসুখ (Lung Disease), কিডনির সমস্যা (Kidney) কিংবা ক্যানসারের (Cancer) মতো বেশ কিছু অসুখ শরীরে বাসা বেঁধে রয়েছে, কোভিডের প্রত্যেক ভ্যারিয়েন্টই তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#florona symptoms, #Health Tips, #Coronavirus, #covid19, #Florona

আরো দেখুন