বিনোদন বিভাগে ফিরে যান

শিয়রে ওমিক্রন, অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবির মুক্তি স্থগিত

January 4, 2022 | < 1 min read

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ফের করোনা (Coronavirus) দাপাদাপি শুরু করতেই রুপোলি পর্দাতেও তার প্রভাব পড়তে শুরু করল। ইতিমধ্যেই সিনেমা হলে দর্শকসংখ্যার উপরে রাশ টানা হয়েছে। লকডাউনের পথে হাঁটতে চাইছে বহু রাজ্যই। এই পরিস্থিতিতে যে কোনও বিগ বাজেট ছবিমুক্তি সত্য়িই ঝুঁকির। আর সেকথা ভেবেই স্থগিত অক্ষয় কুমার (Akshay Kumar) ও প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার অভিনীত ‘পৃথ্বীরাজ’ (Prithviraj Film) ছবির মুক্তির তারিখ।

চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে ডেবিউ করছেন মানুষী। ছবিতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবি ঘিরে যথেষ্ট কৌতূহল রয়েছে বিনোদন দুনিয়ায়। আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু যখন ওমিক্রনের দাপটে নতুন করে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, তখন নির্মাতারা আর ঝুঁকি নিচ্ছেন না।

ফলে সিদ্ধান্ত নেওয়া হল মুক্তি পিছনোর। কবে মুক্তি পেতে পারে ছবিটি? সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না নির্মাতারা। যশরাজ আপাতত পরিস্থিতির দিকে নজর রেখেছে। পরে সময়মতো ঠিক করা হবে ছবি মুক্তির তারিখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Akshay Kumar, #Omicron, #Prithwiraj, #Release date, #YRF

আরো দেখুন