দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শান্তনু ঠাকুরের তৃণমূলে যোগদান করবেন? জল্পনা মমতা ঠাকুরের বক্তব্যে

January 4, 2022 | < 1 min read

সুব্রত ঠাকুর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর সরাসরি সুব্রত ও শান্তনু ঠাকুরকে তৃণমূলে স্বাগত জানিয়েছিলেন মমতা ঠাকুর। শান্তনু ঠাকুর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার বিষয়ে অবশ্য আর কোনও মন্তব্য করতে নারাজ তিনি।

এ প্রসঙ্গে মঙ্গলবার মমতা ঠাকুর বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এটা সম্পূর্ণ তাঁর এবং বিজেপির ব্যাপার।’ যদিও বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ ছাড়া এবং দলের বিরুদ্ধে মুখ খোলা প্রসঙ্গে মমতাবালা বলেন, ‘তাঁদের সৎ বুদ্ধি হোক। এর পরে বাজি ফাটাবে না বোমা ফাটাবে সেটা আমি বলতে পারব না।’

পাশাপাশি মতুয়া প্রসঙ্গে বিজেপিকে আক্রমণও করেন মমতা ঠাকুর। তিনি বলেন, ‘ঠাকুর বাড়িতে এসেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কিন্তু, মতুয়াদের জন্য কিছুই করেননি। বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেননি। তবে গর্ব করে বলতে পারি, যা কিছু করার তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

একইসঙ্গে তিনি তৃণমূলের যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, ‘যদি তৃণমূলের কেউ আসতে চান, তিনি আসতেই পারেন। আমাদের কোনও আপত্তি নেই। অনেকেই তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন আবার ফিরেও এসেছেন। তবে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ সোমবারই রাজ্য বিজেপিতে আর তাঁকে প্রয়োজন নেই, বলে দলের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান শান্তনু ঠাকুর। ক্ষোভের সুরে তিনি বলেন, ‘আমাকে হয়ত আর ওঁদের প্রয়োজন নেই। তাই যেখানে আমার প্রয়োজনীয়তা নেই, সেখানে থেকে কী করব?’ জল্পনা উসকে তিনি বলেন, ‘আগামী দিনে কী পদক্ষেপ করব তা সাংবাদিকদের ডেকে জানাব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Shantanu thakur, #Mamata Thakur, #bjp

আরো দেখুন