বাবুঘাটে জমায়েত পুণ্যার্থীদের এবারও করোনা পরীক্ষার ব্যবস্থা করছে পুরসভা
গঙ্গাসাগর মেলার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। প্রতি বছর মেলার আগে বাবুঘাটে ভিড় জমান বহু পুণ্যার্থী। এবারও তাঁদের জন্য করোনা পরীক্ষা এবং টিকাকরণের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। মঙ্গলবার গঙ্গাসাগর নিয়ে প্রস্তুতি বৈঠক করে কলকাতা পুরসভা। সেই ভার্চুয়াল সভায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাবুঘাটে পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থাপনা করা হচ্ছে। বিশেষ করে করোনা পরীক্ষা এবং টিকা দেওয়ায় উপর জোর দেওয়া হয়েছে। থাকবে অক্সিজেনের ব্যবস্থাও। পরীক্ষার পর কারও কোভিড ধরা পড়লে, তাঁকে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। গুরুতর শরীর খারাপ হলে পাঠানো হবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।
উল্লেখ্য, গত বছরও বাবুঘাটে গঙ্গাসাগরের জন্য আগত পুণ্যার্থীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। যদিও, গত বছর কারও আক্রান্ত হওয়ার কোনও খবর ছিল না। কিন্তু চলতি বছর পরিস্থিতি ভিন্ন। কলকাতায় প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গঙ্গাসাগর মেলা নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মেয়র।