অতিমারীর করাল গ্রাসে টলিউড
আবার করোনার করাল গ্রাসে বিশ্ব। দেরিতে হলেও করোনার তৃতীয় ঢেউ থাবা বসিয়েছে কলকাতাতেও। অতিমারীর আক্রমণে জেরবার টলিপাড়া। একের পর এক বাংলা ছবির তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে পরমব্রত, তৃতীই ঢেউ নিষ্কৃতি দেয়নি কাউকেই।
দেখে নেওয়া যাক টলিপাড়ায় কারা কারা আক্রান্ত হলেন করোনায়:
রাজ চক্রবর্তী
করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। সম্প্রতি একাধিক রাজনৈতিক কাজে যুক্ত থাকতে হয়েছিল তাঁকে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
করোনা আক্রান্ত হয়েছেন রাজ-ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ছোট্ট ইউভানকে ফেলে আইসোলেশনে থাকতে হচ্ছে শুভশ্রীকে।
সৃজিত মুখোপাধ্যায়
বছরের প্রথম দিনই করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগীদের সেই খবর জানিয়েছিলেন তিনি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন পরিচালক।
দেব
করোনা আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেতা দেব অধিকারী। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল চারদিকে। বিষয়টি দেবের নজর এড়িয়ে যায়নি। তবে এই তথ্য যে ভুয়ো, তা ৫ই জানুয়ারী দুপুরবেলা টুইট করে নিজেই সকলকে জানিয়ে দিয়েছিলেন ঘাটালের সাংসদ। অসুস্থতার জল্পনা উড়িয়ে টুইটারে দেব লিখেছিলেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন আপাতত মিথ্যা। সকালে আরটিপিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পাব।’
অবশেষে রাত আটটার পরে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেই টুইট করে জানান তার করোনা আক্রান্ত হওয়ার খবর।
রুক্মিণী মৈত্র
জ্বরে আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। সাবধান হতে করোনা পরীক্ষাও করিয়েছিলেন। রিপোর্ট নেগেটিভ আসে। দিন দু’য়েক আগে টুইটের মাধ্যমে রুক্মিণী সে কথা জানিয়েছিলেন অনুরাগীদের। কিন্তু ৫ই জানুয়ারী রাত আটটার পরে দেবের সাথে সাথে একই সময়ে টুইট করে জানান তিনিও করোনা আক্রান্ত। আপাতত বাড়ির ডাক্তারের পরামর্শে রয়েছেন নিভৃতবাসে।
মিমি চক্রবর্তী
করোনা আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ৫ই জানুয়ারী সন্ধ্যার পরে টুইট করে জানান অভিনেত্রী। আপতত ডাক্তারের পরামর্শে তিনি রয়েছেন নিভৃতবাসে।
পরমব্রত চট্টোপাধ্যায়
একই রোগে আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত নিজে জানান তাঁর অসুস্থতার কথা।
জিৎ গঙ্গোপাধ্যায়
করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ও। বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ দেন তিনি।
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
করোনার হাত থেকে রেহাই পাননি লেখক-পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন নিজেই।
বাবুল সুপ্রিয়
দুটো ভ্যাকসিন নিয়েও তৃতীয়বারের জন্য করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী ও রাজনীতিক বাবুল সুপ্রিয়। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
রুদ্রনীল ঘোষ
অতিমারীতে আক্রান্ত হয়েছেন অভিনেতা তথা রাজনীতিক রুদ্রনীল ঘোষও। সোশ্যাল মিডিয়ায় নিজের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন এই অভিনেতা। সেইসঙ্গে সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
রেশমি সেন
ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রেশমি সেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ঋদ্ধি জননী।
পার্নো মিত্র
দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। নিজের কলকাতার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
চিত্রঙ্গদা চক্রবর্তী
অতিমারীতে আক্রান্ত হয়েছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। রোগের জেরে পিছিয়ে গেছে তাঁর বিয়েও।
সুমন ঘোষ
অতিমারীর হাত থেকে রেহাই পাননি পরিচালক সুমন ঘোষও। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সে কথা। সাথে আক্রান্ত তাঁর দুই মেয়েও।