দেশ বিভাগে ফিরে যান

মারা যেতে পারেন প্রধানমন্ত্রী, আশঙ্কায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলেন বিজেপি নেতারা

January 6, 2022 | 2 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তথাকথিত নিরাপত্তার গলদ কাণ্ডে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। এতটাই যে, পাঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রীকে মিনিট কুড়ি দাঁড়িয়ে থাকতে হয়েছে শুনে তাঁর দীর্ঘায়ু কামনায় দেশজুড়ে যাগযজ্ঞ শুরু করে দিলেন বিজেপি নেতারা। কোথাও মোদির দীর্ঘায়ু কামনায় মন্দিরে হয়ে গেল বিশেষ পুজো। কোথাও আবার তিনদিন ধরে আয়োজন করা হল মহামৃত্যুঞ্জয় যজ্ঞের।

মোদির দীর্ঘায়ু কামনায় ভোপালে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করলেন খোদ সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। বৃহস্পতিবার ভোপালের গুফা মন্দিরা আগে মোদির জন্য পুজো দেন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তারপরই যজ্ঞের অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। চৌহান-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা এদিন মোদির জন্য মন্ত্রপাঠ করেছেন। মোট ১০৮ জন পুরোহিত আগামী তিনদিন ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন।

‘ভক্তি’ দেখানোর এর চেয়ে ভাল সুযোগ বোধহয় আর হতে পারত না। সেটা হাতছাড়া করতে চাননি বিজেপির আরেক নেতা তথা সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা (Baijayant Jay Panda)। দিল্লির এক মন্দিরে গিয়ে মোদির দীর্ঘায়ু কামনায় পুজো দিয়ে এসেছেন তিনিও। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার গলদের প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি যুব মোর্চা।

প্রসঙ্গত, গতকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তির চালাচালি চলছেই। আজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পাঞ্জাব পুলিশকে নিশানা করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর রুট বদলের যে অজুহাত পাঞ্জাব পুলিশ দিচ্ছে, তা সত্যি নয়। কারণ, মোদির রুট বদল হয়েছিল পাঞ্জাব পুলিশের অনুমতি নিয়েই। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু (Navjot Singh Sidhu) আবার বলছেন, মোদি দেশের কৃষকদের দেড় বছর দিল্লিতে দাঁড় করিয়ে রেখেছিলেন, অথচ নিজেকে ১৫ মিনিট দাঁড়াতে হল বলে এতরকম নাটক করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Pray, #Narendra Modi

আরো দেখুন