দেশ বিভাগে ফিরে যান

দিল্লির চাঁদনি চকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

January 6, 2022 | < 1 min read

রাজধানী দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন । কী থেকে এমন আগুন লাগল, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে , প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বহু বহু দোকান পুড়ে ছাই। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ কিন্তু প্রচুর। সামনে আসা যেসব ছবি ও ভিডিও ভয়ঙ্কর। দোকান-বাজার পুড়ে খাক হয়ে গিয়েছে।

১২ টি দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এলাকায়। বিপুল সংখ্যক স্থানীয় লোকজনও উপস্থিত রয়েছে। তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দমকল সূত্রে খবর, তারা প্রথম ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পান। প্রায় ৬০টি দোকান আগুনের কবলে ।

চাঁদনী চক বাজার সারাদেশে বিখ্যাত। ইলেকট্রনিক সামগ্রী ছাড়াও এখানে রয়েছে প্রচুর কাপড়ের দোকান। প্রতিদিন লাখ লাখ মানুষ কেনাকাটা করতে আসেন এই হাটে। চাঁদনি চক তার পরাঠা গলি এবং সরু রাস্তার জন্যও বিখ্যাত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi Chandni Chowk fire, #Delhi Fire, #Chandni Chowk Fire, #Chandni Chowk, #Fire Update

আরো দেখুন