রাজ্য বিভাগে ফিরে যান

‘মমতাদি’র জন্মদিনে ফেসবুকে আবেগঘন পোস্ট কবি শ্রীজাতর

January 6, 2022 | 2 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা কবি-লেখক শ্রীজাতর। সুদীর্ঘ পোস্ট জুড়ে রইল ‘দিদি’র সঙ্গে ‘শ্রীজাতদা’র আন্তরিক সম্পর্কে উষ্ণ অভিবাদনের সমীকরণ। বয়সে ছোট হলেও জনপ্রিয় কবি-সাহিত্যিককে দাদা ও আপনি বলেই সম্বোধন করেন Mamata Banerjee! ফেসবুকে ওয়ালে বিশেষ পোস্টে একথা জানিয়েছেন স্বয়ং কবি। একইসঙ্গে তাঁর লেখনীতে সর্বসমক্ষে হাজির অনেক না জানা ঘটনা। যেমন একবার Srijato Bandyopadhyay-কে সরি বলতে ফোন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী Mamata Banerjee! কিন্ত, কেন সেই ঘটনাটিই গল্পছলে জানিয়েছেন শ্রীজাত।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বিশেষ সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন কবি। সময়টা ২০২০ সালে ভাষা দিবসের অনুষ্ঠান। সেই প্রথমবার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়েছিলেন শ্রীজাত। মঞ্চে কবি, দর্শকাসনে স্ত্রী দূর্বা। অনুষ্ঠান চলাকালীন দম্পতির চোখে চোখে বার্তালাপ নজরে পড়েছিল মুখ্যমন্ত্রীরও। কবির কাছে আলাপ করতে চেয়েছিলেন দূর্বার সঙ্গে। কিন্তু, ব্যস্ততার তাড়নায় ইচ্ছে থাকলেও সেই আলাপ সম্ভবপর হয়নি। ঠিক এর পাঁচদিন পর ২৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসে শ্রীজাতর ফোনে। তারপর কী হয়েছিল তা পোস্টেই লিখেছেন লেখক। পোস্ট অনুযায়ী সেদিন ফোন তৃণমূল নেত্রী বলেন, ‘আসলে, আমি সরি বলার জন্যে ফোনটা করেছি। ২১ তারিখ অনুষ্ঠান শেষ হবার পর বৌমা’র সঙ্গে আলাপ করব বললাম। কিন্তু, তারপর তাড়াহুড়োয় আর খেয়াল করিনি, বেরিয়ে গিয়েছি। রাতে বাড়ি ফিরে যখন মনে পড়ল, তখন এত খারাপ লেগেছে, কী বলব। পরদিন সকাল থেকেই আপনাকে ফোনে ধরার চেষ্টা করছি। সেদিন বৌমা’র সঙ্গে দেখা না-করে চলা যাওয়া আমার উচিত হয়নি’।

স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে হতবাক হলেও আসলে এই আন্তরিক বার্তালাপে ‘ব্যক্তিগত পরিসরের একজন আটপৌরে অভিভাবক’-কেই খুঁজে পেয়েছিলেন লেখক। শ্রীজাতর বয়ানে তিনি কোনও প্রশাসনিক প্রধান নন বা শুধুই রাজনৈতিক ব্যক্তিত্বও নন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসবের ঊর্ধ্বেই রাখেন শিরদাঁড়ার তফাৎ বুঝিয়ে দেওয়া কবি। তাই শুভেচ্ছা বার্তায় শ্রীজাত লিখেছেন, ‘কোনও রাজনৈতিক পদই চিরস্থায়ী নয়। রাজনৈতিক সমীকরণও পরিবর্তনশীল। ভরসা একটাই, এসবের বাইরে এখনও একখানা উঠোন আছে, যেখানে মানুষের সঙ্গে মানুষের দেখা হয়, কথা চলে। সেই উঠোনে দাঁড়িয়েই আজ এই লেখাটা লিখলাম, এতদিন পর। এটুকুই আমার উপহার হতে পারে, তাঁর প্রতি। না। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য লিখছি না। তাঁর সঙ্গে আমার একবারও দেখা হয়নি। যাঁকে দেখেছি, বরং তাঁকেই বলি, শুভ জন্মদিন মমতাদি! ভাল থাকবেন, আমাদের শুভেচ্ছা জানবেন।’

শ্রীজাতর এহেন পোস্টের পর স্বভাবতই নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল। অনেকে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছেন তো কেউ কেউ আবার কবির রাজনৈতিক মতাদর্শ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। এই আক্রমণের আন্দাজ করেই নিজের পোস্টে আগাম জবাব দিয়েছেন শ্রীজাত। লিখেছেন, ‘জানি, এর মধ্যে অনেকেই রাজনৈতিক সমীকরণ দেখবেন, কূটনৈতিক স্বার্থ দেখবেন, প্রশাসনিক পক্ষপাতিত্ব দেখবেন, এমনকী পারমানবিক চুক্তিও দেখে ফেলতে পারেন। তাঁদের কথা ভাবছি না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Srijato Bandyopadhyay

আরো দেখুন