দক্ষিণ ২৪ পরগণা জেলার কোভিড পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনিক বৈঠকে অভিষেক
রাজ্যে কোভিড গ্রাফ বাড়ছে। বাদ নেই দক্ষিণ ২৪ পরগণা জেলাও। আবার আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। যদিও মেলা নিয়ে কিছু শর্ত ইতিমধ্যেই আরোপ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বার মেলা শুরুর আগে জেলার কোভিড পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আজ শনিবার দুপুর ১২’টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের অডিটোরিয়ামে হবে এই বৈঠক। সেখানে থাকবেন রাজ্যের পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, জেলা পরিষদের সচিব, সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, চিফ মেডিক্যাল অফিসার ও ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্নুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজের বিধায়করা।
দক্ষিণ ২৪ পরগণায় গতকাল আক্রান্ত হয়েছিলেন প্রায় সাড়ে সাতশো জন। জেলায় একাধিক পুলিশ কর্মী আক্রান্ত, আক্রান্ত হয়েছেন চিকিৎসকরাও। এই অবস্থায় আজ বৈঠক করবেন অভিষেক। ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় গঙ্গাসাগর সফর সেরে এসেছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। মন্ত্রীদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মেলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মেলায় হাইকোর্টের নির্দেশ সবদিক দিয়ে মানা হচ্ছে কি না, তা প্রতিদিন খতিয়ে দেখবেন এই কমিটির সদস্যরা৷ কোনও শর্ত মানা না হলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ততক্ষণাৎ মেলা বাতিলের ক্ষমতা থাকবে এই কমিটির হাতে৷
বর্তমান কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক৷ হাইকোর্টের রায়ের পর তিনি বলেন, ‘শর্তগুলি পূরণ করে মেলার আয়োজন করা যাবে কি না, সেই প্রশ্ন থাকবেই৷ কী কী শর্ত হাইকোর্ট দিয়েছে তা আগে খতিয়ে দেখতে হবে৷ মৃত্যু মিছিল আটকানোই আমাদের লক্ষ্য ছিল৷’
মামলাকারীদের তরফে জানানো হয়েছে, নির্দেশিকায় হাইকোর্ট বলেছে, ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি একত্রিত হতে পারবেন না বলে যে নির্দেশ রাজ্য সরকার জারি করেছিল, গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও তা মানতে হবে৷ মেলা প্রাঙ্গনেও একত্রে ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না৷ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দিতে হবে বলেও হাইকোর্টের নির্দেশিকায় বলা হয়েছে৷ মেলায় ভিড়় না করার জন্য সংবাদমাধ্যমে বেশি করে প্রচার করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকারের তরফে সওয়ালে বার বারই দাবি করা হয়েছিল, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে৷ আগামী ৮ জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা৷ ইতিমধ্যেই সাধু সন্ন্যাসী-সহ প্রায় ৩০ হাজার পুণ্যার্থী মেলা প্রাঙ্গনে হাজির হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর।