বিনোদন বিভাগে ফিরে যান

অভিনেতা সোনু সুদকে পদ থেকে সরিয়ে দিল পঞ্জাবের নির্বাচন কমিশন

January 8, 2022 | < 1 min read

গত কয়েকদিনে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ওঠাবসা। পাশাপাশি নিজের বোনই প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। তাই পঞ্জাবে নির্বাচন কমিশনের প্রধান মুখের দায়িত্ব থেকে সরানো হল অভিনেতা সোনু সুদকে। ২০২০ সালের নভেম্বরে পঞ্জাবের ভোটে কমিশনের মুখ হিসেবে সোনুকে বেছে নেওয়া হয়েছিল। তবে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার এস করুণা রাজু জানান, কমিশনের মুখ সবসময়েই কোনও অরাজনৈতিক ব্যক্তিত্বকে করা হয়। সম্প্রতি সংবাদমাধ্যমের রিপোর্টে জানা যায়, সোনু সুদ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে প্রচার করছেন। তাই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হল। এব্যাপারে অভিনেতা অবশ্য জানিয়েছেন, তিনি নিজেই কমিশনের দায়িত্ব থেকে সরে আসতেন। কারণ বোন মালবিকা সুদ সাচার ভোটে লড়ছেন। বোনের হয়ে তিনি প্রচারও করেছেন। তাঁকে নির্দিষ্ট দায়িত্বপালনের যোগ্য মনে করার জন্য কমিশনকে ধন্যবাদ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, মালবিকা কোনও দলের হয়ে লড়বেন নাকি নির্দল প্রার্থী হিসেবে, তা আগামী সপ্তাহেই খোলসা হবে বলে সোনু জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

#punjab, #sonu sood

আরো দেখুন