দেশ বিভাগে ফিরে যান

মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে চড় মারলেন কৃষক নেতা

January 8, 2022 | < 1 min read

মূর্তি উদ্বোধন উপলক্ষ্যে মঞ্চে হাজির বিজেপি বিধায়ক।

সামনে কর্মী–সমর্থকদের জমায়েত। হঠাৎই বিধায়কের সামনে এক বৃদ্ধের আগমন। নাম ছত্রপাল। কৃষক নেতা। বিধায়ক ভেবেছিলেন তাঁকে কিছু বলার জন্য বৃদ্ধ মঞ্চে এসেছেন। কিন্তু বিধায়ক উঠে দাঁড়াতেই বৃদ্ধ সপাটে একটা ‘চড়’ কষালেন তাঁর গালে! ভিড়ে ঠাসা সভায় আচমকা এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে যান বিধায়ক। অস্বস্তিতে পড়েন আয়োজকরা। তড়িঘড়ি কয়েকজন মঞ্চে উঠে আসেন। বৃদ্ধকে জোর করে মঞ্চ থেকে নামিয়েও দেন তাঁরা। ২১ সেকেন্ডের একটি ভিডিও এখন ভাইরাল উত্তরপ্রদেশে। এই ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। ঘটনাটি ঘটেছে তিনদিন আগে। উন্নাওয়ের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত তাঁর বিধানসভা কেন্দ্রে একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই এমন কাণ্ড ঘটে। কিন্তু কেন তিনি এ কাজ করলেন সেই রহস্যের সমাধান হয়নি। কারও প্ররোচনায় এ কাজ করেছেন কি না সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এই ঘটনা নিয়ে সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘‌কৃষক নেতা বিজেপি বিধায়কের গালে চড় মেরেছেন। এটা আসলে ওই বিধায়কের গালে নয়, চড়টা পড়েছে বিজেপি পরিচালিত যোগী সরকারের ব্যর্থ প্রশাসনের গালে।’‌ যদিও আত্মপক্ষ সমর্থনে ওই বৃদ্ধকেই পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেছেন বিধায়ক পঙ্কজ গুপ্ত। সেখানে বিজেপি বিধায়ক ওই বৃদ্ধকে ‘‌কাকা’‌ বলে সম্বোধনও করেন। বিধায়কের কথায়, ‘‌বিরোধীরা প্রমাণ করতে চাইছে যে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। ওই বৃদ্ধ আমার বাবার মতো। এর আগেও এভাবে আমার গাল চাপড়ে দিয়েছেন স্নেহের বশে।’‌ বৃদ্ধ আবার বলেছেন, ‘‌আমি বিধায়ককে মারিনি। ওঁর কাছে গিয়ে কিছু কথা বলেছিলাম।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #farmers

আরো দেখুন