ফের শুরু হচ্ছে ‘টক টু মেয়র’, টুইট করে জানালেন স্বয়ং মহানাগরিক
আজ ৮ জানুয়ারি, শনিবার আবার শুরু হচ্ছে কলকাতা পুরসংস্থার ‘টক টু মেয়র’ পরিষেবা। সপ্তাহে একদিন, শনিবার দুপুর ১- ২ অবধি মেয়রকে ফোন করে বিভিন্ন সমস্যার কথা জানানো যাবে। গতকাল নিজে টুইট করে একথা জানিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি আবার শুরু হচ্ছে টক টু মেয়র পরিষেবা। আমি এবং আমার কলকাতা পুরসংস্থার দল আপনাদের সুবিধা- অসুবিধার কথা জানতে ফের প্রস্তুত।’ সাথে ফোন করার নম্বরটিও দিয়েছেন ফিরহাদ।
এর আগে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৯ সালে টক টু মেয়র চালু করেছিলেন ফিরহাদ। এর মাধ্যমে নিজের সমস্যার কথা সরাসরি ফিরহাদকে জানাতেন সাধারণ মানুষ। ফলে বেশ উপকৃত হয়েছিলেন তাঁরা। আগেও সপ্তাহে একদিন, শনিবার দুপুরে এর আয়োজন করা হত। আর নতুন বছর থেকে ফের এই অনুষ্ঠান চালু হতে চলেছে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি শনিবার পড়লেও সেদিন সরকারি ছুটি ছিল। ফলে সেদিন টক টু মেয়রের আয়োজন করা যায়নি। তাই ৮ জানুয়ারি, অর্থাৎ পরের শনিবার থেকে ফের শুরু হচ্ছে এই পরিষেবা। কলকাতা পুরভোটে তৃণমূলের সাফল্যের পেছনে অনেকটাই অবদান এই টক টু মেয়র অনুষ্ঠানের বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। ফলে এই অনুষ্ঠান ফের চালু হলে কলকাতার মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সুবিধা মিলবে বলেই মনে করা হচ্ছে।