দেশ বিভাগে ফিরে যান

ফের লাগামছাড়া করোনা সংক্রমণ, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই

January 8, 2022 | < 1 min read

প্রায় দেড় লক্ষের কাছাকাছি চলে গেল নতুন আক্রান্তের সংখ্যা। শুক্রবারের তুলনায় সংক্রমণ বাড়ল ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। মৃত্যু হয়েছে ২৮৫ জনের। দৈনিক পজিটিভিটি রেট ৯.২৮ শতাংশ। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৯৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়ল ১ লক্ষেরও বেশি। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯।

সবচেয়ে বেশি সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে সংক্রমিত ১৮ হাজার ২১৩ জন। প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ৪০ হাজার ৯২৫ জন। এরপর রয়েছে দিল্লি (১৭,৩৩৫), তামিলনাড়ু (৮,৯৮১), কর্ণাটক (৮,৪৪৯)। যে হারে সংক্রমণ বাড়ছে তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে‌। এদিকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হল ৩ হাজার ৭১। তবে খুব কম কোভিড রোগীর জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে দেশে। এদিকে দৈনিক সংক্রমণ যে হারে প্রতিদিন বাড়ছে তা থেকে মনে করা হচ্ছে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণই এর জন্য দায়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #covid19

আরো দেখুন